রাঙামাটির চার উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ

0

সিএইচটিনিউজ.কম ডেস্ক:
u-election Rangamatiআগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটির চার উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এই চার উপজেলা হলো- রাঙামাটি সদর, লংগদু, রাজস্থলী ও বিলাইছড়ি।

বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার মো: রফিকুল করিম এ প্রতীক বরাদ্দ দেন।

রাঙামাটি সদর উপজেলা: এই  উপজেলায় চেয়ার‌ম্যান পদে জেএসএস সমর্থিত অরুণ কান্তি চাকমা কাপ-পিরিচ, আওয়ামী লীগ সমর্থিত জাকির হোসেন সেলিম আনারস, বিএনপি সমর্থিত মাহবুবুল বাসেত অপু দোয়াত কলম প্রতীক বরাদ্দ পেয়েছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিএনপি’র জাহিদুল ইসলাম জাহিদ বই, জেএসএস-এর পলাশ কুসুম চাকমা টিউবওয়েল, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মাহজুজ উদ্দিন তালা এবং আওয়ামী লীগের সদানন্দ চাকমা মাইক প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কৃষ্ণা দেব পদ্মফুল, মহতী চাকমা ফুলের টব, নুরজাহান বেগম কলস, রিতা চাকমা প্রজাপতি এবং সালেহা বেগম হাস প্রতীক বরাদ্দ পেয়েছেন।

লংগদু উপজেলা: চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আব্দুল বারেক সরকার মোটর সাইকেল, বিএনপি’র তোফাজ্জল হোসেন আনারস, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম দোয়াত কলম এবং বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হাজী ফয়েজুল আজিম টেলিফোন প্রতীক বরাদ্দ পেয়েছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রহিম বই, সিরাজুল ইসলাম টিউবওয়েল, আব্দুর রহমান জাহাজ, জানে আলম উড়োজাহাজ, নাফিজুল গণি টিয়াপাখি, নাসির উদ্দিন চশমা, সাজেদুল রহমান মাইক এবং সেলিম মেম্বার তালা প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আনোয়ারা বেগম ফুটবল, শুকতারা কলস এবং নুরজাহান হাস প্রতীক বরাদ্দ পেয়েছেন।

রাজস্থলী উপজেলা: চেয়ারম্যান পদে আওয়ামী লীগের উথিন সিন মারমা আনারস, জনসংহতি সমিতির পুলু খৈ মারমা টেলিফোন এবং বিএনপি’র থোয়াইসুই খই মারমা দোয়াত কলম প্রতীক বরাদ্দ পেয়েছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে অংনুচিং মারমা টিউবওয়েল, নব কুমার তঞ্চঙ্গ্যা তালা, মিতুল চন্দ্র দে চশমা, মুইথুইঅং মারমা টিয়াপাখি প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঞোচাইচিং মারমা প্রজাপতি, ঞো চুই উ মারমা পদ্মফুল, লাকি মারমা কলস, লংবতী ত্রিপুরা ফুটবল এবং সখিনা বেগম সেলাই মেশিন প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এই উপজেলায় ভোটার রয়েছে সংখ্যা ১৬ হাজার ৩০০ জন।

বিলাইছড়ি উপজেলা: চেয়ারম্যান পদে উৎপল বিকাশ তঞ্চঙ্গ্যা চিংড় মাছ, জয়সেন তঞ্চঙ্গ্যা আনারস এবং শুভমঙ্গল চাকমা কাপ-পিরিচ প্রতীক বরাদ্দ পেয়েছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে অমৃত সেন তঞ্চঙ্গ্যা মাইক, কন্যাচন্দ্র তঞ্চঙ্গ্যা তালা, তরুণ কান্তি তঞ্চঙ্গ্যা টিয়াপাখি ও শান্তি রায় চাকমা টিউবওয়েল প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাউচা মারমা পদ্মফুল, নিরুপা তঞ্চঙ্গ্যা ফুটবল, শ্যামা চাকমা কলস এবং সুদীপ্তা তঞ্চঙ্গ্যা প্রজাপতি প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এই উপজেলায় ১৭ হাজার ৩২০ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করবেন।

সৌজন্যে: পাহাড় টোয়েন্টিফোর ডটকম।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More