রাঙামাটির ডিসি বাংলো থেকে সরকারী উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়কটি রুণূ খাঁর নামে উৎসর্গ করার দাবি

0

নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম
রাঙামাটির ডিসি বাংলো থেকে রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়কটি ব্রিটিশ আগ্রাসন বিরোধী লড়াইয়ের বীর রুণু খাঁ নামে উৎসর্গের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রামে যুব সমাজের অগ্রণী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামআজ সোমবার ১৪ নভেম্বর সংগঠনের সভাপতি নতুন কুমার চাকমা ও সাধারণ সম্পাদকমাইকেল চাকমা সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় সড়কটি প্রাক্তন জেলা প্রশাসক এইচটি ইমামের নামে করায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।

বিবৃতিতে যুব নেতৃদ্বয় প্রাক্তন জেলা প্রশাসক এইচটি ইমামকে সাম্প্রদায়িক ও এক বিতর্কিত ব্যক্তিত্ব আখ্যায়িত করে বলেন, ‘৭১ সালে তার ষড়যন্ত্রের কারণে পাহাড়ি যুবকদের বড় অংশ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারে নি, সুকৌশলে তাদের দূরে সরিয়ে রাখা হয়েছিলমি. ইমাম তত্‍কালীন পতনোন্মুখ পাকিস্তান সরকারি অর্থ তছরূপ করে ভারতে আশ্রয় নিয়ে মুক্তিযোদ্ধা ও পার্বত্য চট্টগ্রাম বিশেষজ্ঞ সেজেছিলেন তার প্ররোচনায় মুক্তিযুদ্ধে যোগ দিতে গিয়ে আগরতলায় গ্রেফতার হয়েছিলেন কুমার কোকদানাক্ষ রায় সে সময় পাহাড়ি পাড়া গ্রামে মুক্তিবাহিনীর অগ্নিসংযোগ, ধর্ষণ ও লুটতরাজের ঘটনার পেছনেও তার প্ররোচনা ছিল বলে লোকের ধারণা

বিবৃতিতে যুব নেতৃদ্বয় আরও বলেন, রাঙ্গামাটি শহরের প্রাণকেন্দ্রে এক গুরুত্বপূর্ণ সড়ক একজন বিতর্কিত ও সাম্প্রদায়িক ব্যক্তির নামে করা হলে তা জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে এবং সাম্প্রদায়িক অপশক্তিকে উস্কে দেবে এবং পার্বত্য চট্টগ্রামের জনতা বিশেষত প্রতিবাদী ছাত্র-যুব সমাজ কখনই তা মেনে নেবে না

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More