রাঙামাটির তিন উপজেলায় বড়ঋষি, মনি ও এস.এম চৌধুরী বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত

0

সিএইচটিনিউজ.কম ডেস্ক:
Rangamati Chairmanতৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বড়ঋষি চাকমা, বরকল উপজেলায় মনি চাকমা ও কাউখালী উপজেলায় এস.এম চৌধুরী বিজয়ী হয়েছেন।

বাঘাইছড়ি উপজেলার ৩৮টি ভোট কেন্দ্রে জনসংহতি সমিতি(সন্তু লারমা)-এ সমর্থিত প্রার্থী বড়ঋষি চাকমা দোয়াত কলম প্রতীক নিয়ে ১৯ হাজার ২৭১ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জনসংহতি সমিতি(এমএন লারমা) সমর্থিত সুদর্শন চাকমা ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ২১৬ ভোট। এছাড়া আনারস প্রতীক নিয়ে ইউপিডিএফের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিত চাকমা পেয়েছেন ৮ হাজার ৬১ ভোট।

বরকল উপজেলার ১৭টি কেন্দ্রে জনসংহতি সমিতি(সন্তু লারমা) সমর্থিত প্রার্থী মনি চাকমা ৯ হাজার ৩৮০ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সন্তোষ চাকমা পেয়েছেন ৬ হাজার ১৬৭ ভোট।

কাউখালী উপজেলার ১৮টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী এস.এম চৌধুরী ঘোড়া প্রতীক নিয়ে ১৩ হাজার ৫০৬ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অর্জুন মনি চাকমা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৫০৮ ভোট।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More