রাঙামাটির লংগুদুতে পাহাড়ি জনগণের উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

0

শ্রীমঙ্গল : রাঙামাটির লংগদুতে প্রশাসনের প্রত্যেক্ষ সহযোগীতায় পাহাড়িদের উপর সাম্প্রদায়িক হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন করেছে Greater Sylhet Indigenous Peoples Forum।

Srimongal
আজ শুক্রবার (১৬ জুন) শ্রীমঙ্গল পৌরসভার সন্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন Greater Sylhet Indigenous Peoples Forum -এর সহসভাপতি জিডিশন প্রধান সুচিয়াং ও সাংগঠনিক সম্পাদক পরিমল সিং বড়াইক, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির মৌলভীবাজার সভাপতিমণ্ডলীল সদস্য সৈয়দ আমিরুজ্জামান, বাংলাদেশ আদিবাসী ফোরাম শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি পংকজ কন্দ, বাংলাদেশ চা শ্রমিক নারী ফোরাম -এর আহ্বায়ক গীতা রানী কানু, বাংলাদেশ আদিবাসী ফোরাম শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি পংকজ কন্দ, ত্রিপুরা কল্যাণ সমিতি (সিলেট আঞ্চলিক শাখা) সাধারণ সম্পাদক শ্যামল দেবব্রম্মা, বিডিআরএম -এর কেন্দ্রীয় সভাপতি সুনীল কুমার মৃধা, সনাক শ্রীমঙ্গল কমিটির সদস্য দীপেন্দ্র ভট্টাচার্য প্রমূখ।

মানববন্ধন থেকে নেতৃবৃন্দ লংগুদুতে পাহাড়ি জনগণের উপর হামলা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানান এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More