রাঙামাটি ও বান্দরবানের ৫ উপজেলায় ভোটগ্রহণ শুরু

0

সিএইচটিনিউজ.কম ডেস্ক:
u-election Rangamatiচতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় দফায় পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবানের ৫ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

যেসব উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে সেগুলো হলো- রাঙামাটি জেলার বাঘাইছড়ি, বরকল ও কাউখালী উপজেলঅ এবং বান্দরবান জেলার বান্দরবান সদর ও আলী কদম উপজেলা।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ৫৯ হাজার ৪০০, বরকল উপজেলায় ২৯ হাজার ৯৬২ এবং কাউখালী উপজেলায় ৩৬ হাজার ৬৮২ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করবেন।

একই সময় বান্দরবান সদর উপজেলা ৫৪ হাজার ৭১১ জন ভোটার ৩৭টি কেন্দ্রে এবং আলীকদম উপজেলায় ২৪ হাজার ৬৮৮ জন ভোটার ১৫টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More