রামগড়সহ পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখলের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

0
নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম
সরকারী বাহিনীর পৃষ্টপোষকতায় পার্বত্য চট্টগামে ভূমি বেদখলের প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেআজ ৩ জুলাই মঙ্গলবার দুপুর ১:৩০ টার সময় মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে কাম্পাস প্রদক্ষিণ করেএরপর ঢাবি লাইব্রেরী চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়সমাবেশে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুমেন চাকমা, হিল উইমেন্স  ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কণিকাদেওয়ান এবং  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য মিনহাজ আহমেদ
সমাবেশেনেতৃবৃন্দরামগড়ে বিজিবির সহায়তায় পাহাড়ি জমি দখল করে সেটলার ৪৫ পরিবার  বাঙালিপরিবারকে পুনর্বাসন প্রচেষ্টার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে বিজিবি-র এধরণের কার্যক্রম বন্ধ করার আহ্বান জানানরাষ্ট্রীয় বাহিনী বিজিবিরএধরণের কাজকে খুবই দুঃখজনক মন্তব্য করে নেতৃবৃন্দ বলেন, ভুমি বিরোধ বা ভুমিসমস্যা সমাধানের জন্য সরকারের বিভিন্ন দপ্তর এবং বিচারালয় রয়েছে, বিজিবি-রকাজভুমি সমস্যা সমাধান করা নয় বরং সীমান্ত পাহারা দেয়াই তাদের কাজ
নেতৃবৃন্দবলেন, সরকার বা রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক এবং তাদের সহযোগিতা পার্বত্যচট্টগ্রামের ক্ষুদ্র জাতিসত্তার জনগণের হাজার হাজার একর জায়গা দখল করাহয়েছে এবং এখনো এ দখলপ্রক্রিয়া অব্যাহত রয়েছেশুধমাত্র বান্দরবান জেলাতেইসেনাবাহিনী শত শত মুরং-মারমা জাতিসত্তার পরিবারকে উচ্ছেদ করে সেনা গ্যারিসনস্থাপনের জন্য ৯৫৬০ একর জায়গা দখলের চেষ্টা চালাচ্ছেতিন পার্বত্য জেলারবিভিন্ন জায়গায় আর্মি ক্যাম্প স্থাপনের জন্য  সেনাবাহিনী শত শত একর জায়গাদখল করেছেসেনবাহিনী যেখানেই ক্যাম্প স্থাপন করেছে সেখানেই  তার আশেপাশেজুম্ম জনগণের হাজার হাজার একর জায়গা সেটলার বাঙালীরা দখল করেছে
রাষ্ট্রীয়এবং সরকারী বাহিনীর সহায়তা ও পৃষ্ঠপোষকতায় জুম্ম জনগণের দখলকৃত জায়গাস্ব স্ব মালিককে ফিরিয়ে দেয়ার জন্য নেতৃবৃন্দ সমাবেশ থেকে অনুরোধ জানান  নেতৃবৃন্দ রাষ্ট্রীয় বাহিনীকে জুম্ম জগনণের জমি বেদখলের কাজে ব্যবহার করারতীব্র সমালোচনা করেন এবং সরকারের প্রতি অবিলম্বে এর প্রতিবিধানের দাবিজানানতারা অবিলম্বে জুম্ম জনগণের দখলকৃত জায়গা ফেরত প্রদান সহ পার্বত্য জুম্মজনগণের প্রথাগত ভুমি অধিকারের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More