রামগড়ের বরইতলিতে জমি বেদখলের ষড়যন্ত্রে উদ্বেগ প্রকাশ করেছে ইউপিডিএফ

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি জেলার রামগড় থানাধীন বরইতলীতে পাহাড়িদের জমি বেদখলের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা শাখার প্রধান সংগঠক প্রদীপন খীসা আজ ৪ এপ্রিল সোমবার এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী বরইতলিতে পুনরায় পাহাড়িদেরজমি বেদখলের ষড়যন্ত্র শুরু করেছেতিনি অবিলম্বে পাহাড়িদের ভূমি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন

বিবৃতিতে তিনি বলেন, গতকাল রবিবার, ৩ এপ্রিলরামগড় থেকে ২ গাড়ি বিজিবি সদস্য ২১২ নং বরইতলী মৌজার হেডম্যান কংজরী চৌধুরীকে নিয়ে বরইতলি যায় এবং বেদখলের জন্য নির্ধারিত পাহাড়িদের জমি ভিডিও করে ও ছবি তোলে৷ এলাকাবাসীর আশঙ্কা ব্যাপক গণপ্রতিরোধের মুখে ২০০৯ সালে বরইতলিতে পাহাড়িদের জমি জোরপূর্বক দখল করতে ব্যর্থ হওয়ার পর স্বার্থান্বেষী মহলটি নতুন করে উক্ত জমি বেদখলের ষড়যন্ত্র করছে

 

 

 

প্রদীপন খীসা বলেন, পাহাড়িদের প্রধান সামাজিক উত্‍সব বৈসাবির কয়েকদিন আগে বরইতলিতে জমি বেদখলে সেটলারদের উস্কে দিয়ে স্বার্থান্বেষী মহলটি পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি সংঘাতময় করে তুলতে চাইছে৷ তিনি বলেন, জনগণ নিজেদের জমি রক্ষায় অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবেন

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More