রামগড়ে মানেন্দ্র ত্রিপুরাকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে গণতান্ত্রিক যুব ফোরামের বিক্ষোভ

0

ctg protest, 30.04.2016চট্টগ্রাম: খাগড়াছড়ির রামগড়ে গরুকাটাঁ নামক স্থানে মানবেন্দ্র ত্রিপুরাকে সেটলার কর্তৃক হত্যার প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম।

শনিবার (৩০ এপ্রিল) বিকাল ৫টায় যুব ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি নগরীর শহীদ মিনার প্রাঙ্গন হতে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেরাগীপাহাড় মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

গণতান্ত্রিক যুব ফোরামের নগর শাখার সভাপতি বিজয় চাকমার সভাপতিত্বে যুবনেতা সুকৃতি চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা ও পাহাড়ি ছাত্র পরিষদ নগর শাখার সহ-সভাপতি পলাশ চাকমা।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, মানেন্দ্র ত্রিপুরার ভোগ দখলীয় জমি কেড়ে নিতে সেটলাররা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। হত্যার পর সেটলাররা ঘরে তালা লাগিয়ে পালিয়ে গেছে।

সমাবেশে বক্তারা আরও বলেন, পাবর্ত্য চট্টগ্রামের ভূমি  সমস্যাই মূল সমস্যা। দীর্ঘ ৪৫ বছর পরও কোন সরকার পাহাড়িদের ন্যায়সংগত ভূমি অধিকারের স্বীকৃতি দেয় নি। উল্টো পর্যটন কেন্দ্র স্থাপন, বনজ সম্পদ সম্প্রসারণ, মেডিকেল কলেজ স্থাপন, বিজিবি ক্যাম্প সম্প্রসারণসহ নানা কুটকৌশলে পাহাড়িদের জায়গা জমি প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মানেন্দ্র ত্রিপুরার হত্যাকারী সেটলারদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল মানেন্দ্র ত্রিপুরার মস্তক, এক হাত-এক পা বিহীন লাশ বাড়ির পাশ্ববর্তী জঙ্গল থেকে উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে সাতক্ষীরা জেলা থেকে এসে বসতি স্থাপনকারী তিন সেটেলার বাঙালি পরিবার অন্যত্র পালিয়ে গেছে। এলাকাবাসীর ধারণা সেটেলার বাঙালিরা মানেন্দ্র ত্রিপুরাকে তিন-চারদিন আগে হত্যা করেছে।
—————-

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More