রামগড়ে সংস্কারবাদী জেএসএস-এর এক সদস্যের দলত্যাগ

0

রামগড় : খাগড়াছড়ি জেলার রামগড়ে চাইন্দে মারমা(৩৬) নামে সংস্কারবাদী জেএসএস-এর এক সদস্য দলত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।

দলত্যাগকারী চাইন্দে মারমা ১নং রামগড় ইউনিয়নের অন্টু পাড়ার মৃত চাইহ্লা মারমার ছেলে।

গত বুধবার (১১ জুলাই) দুপুরে তিনি দলত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

চলতি বছর (২০১৮) জানুয়ারিতে সংস্কারবাদী দলে যোগ দিয়ে সাধারণ কর্মী হিসেবে কাজ করেছেন জানিয়ে তিনি বলেন, “আশা করেছিলাম দলটি চুক্তি বাস্তবায়নসহ জাতীয় মুক্তির সংগ্রামে ভূমিকা রাখবে। কিন্তু বাস্তবে চুক্তি বাস্তবায়নের দাবিতে কিংবা পাহাড়ি নারী ধর্ষণ, ভূমি বেদখল, সেনা বাহিনী কর্তৃক নির্যাতনের বিরুদ্ধে দলের কোন কর্মসূচি নেই। বরং সেনাবাহিনীর সাথে আঁতাত করে জাতি ধ্বংসের কাজ বাস্তবায়ন করছে”।

তিনি আরো বলেন, সংস্কারবাদী দলের অনেক কর্মী কাজ করতে মন-মানসিকতা হারিয়ে ফেলেছে, অনেকে ছুটিতে গিয়ে দলে ফিরে না এসে ঢাকা-চট্টগ্রামে পালিয়ে যাচ্ছে বলেও তিনি তথ্য দেন।

তিনি এখন থেকে স্বাভাবিক জীবন-যাপন করবেন এবং জাতীয় মুক্তির আন্দোলনে যতদূর সম্ভব সহযোগিতা দেয়ার চেষ্টা করবেন বলে জানান।
——————-
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More