রামগড়ে সেটলার হামলার আপডেট খবর

0

খাগড়াছড়ি প্র্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
সর্বশেষ খবরে জানা গেছে রামগড়ের শণখোলা পাড়াসহ আশেপাশে পাহাড়ি এলাকায় ব্যাপক সেনা মোতায়েন করা হয়েছে৷ তবে সেনা উপস্থিতিতে সেটলাররা রেমং মারমা (৩২) মাতার নাম তুইচউ মারমা নামে এক ব্যক্তিকে নির্যাতন চালিয়ে মেরে ফেলেছে৷ অন্য এক ব্যক্তি চুইসাঅং মারমার ভাগ্যে কী ঘটেছে জানা যায়নি। তিনি হামলার সময় পালিয়ে যাওয়ার সময় পাননি

পার্শ্ববর্তী গ্রাম পদাছড়ায় সেটলারা ২ পাহাড়ি নারীকে মারধর করেছে৷ তাদের পরিচয় জানা যায়নি এছাড়া ওই গ্রামের ৭ ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছে

অন্যদিকে, সেটলাররা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের জালিয়াপাড়াসহ বিভিন্ন জায়গায় গাড়ি থামিয়ে পাহাড়িদের ওপর হামলা চালাচ্ছে৷ তাদের হামলায় আহত একজনের নাম জানা গেছে৷ তিনি হলেন গণপূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার জ্যোতি রঞ্জন চাকমা৷ তিনি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাচ্ছিলেন

ইউপিডিএফ পাহাড়ি গ্রামবাসীদের জানমালের নিরাপত্তা ও হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More