রামগড় সেটলার হামলার স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে ইউপিডিএফ

0

নিজস্ব প্র্রতিবেদক, সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ির রামগড়ে গতকাল সংঘটিত সেটলার হামলার স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে ইউপিডিএফ। ইউনাইটেড পিপলডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের প্রধান সংগঠক প্রদীপন খীসা আজ ১৮ এপ্রিল সংবাদ মাধ্যমকে দেয়া এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তিনি হামলার পর খাগড়াছড়ির এডিসি সালাউদ্দীন, এডিশনাল এসপি দেলোয়ার হোসেন ও রামগড় সদর টিএনও গোপাল চন্দ্র দাস সমন্বয়ে গঠিত তদন্ত কমিটিকে প্রত্যাখ্যান করে একটি নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি বলেন গঠিত তদন্তু কমিটির সদস্যরা নিরপেক্ষ নন, কারণ ইতিপূর্বে তাদের কাছে ভূমি বেদখলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েও তারা কোন পদক্ষেপ নেননি স্থানীয় প্রশাসনের পক্ষপাতিত্বমূলক আচরণের কারণেই পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখলকে কেন্দ্র করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছেকাজেই তাদের নিয়ে কোন প্রকার নিরপেক্ষ তদন্ত আশা করা যায় না

বিবৃতিতে তিনিবলেন, গতকাল রামগড়ে ভূমি বেদখলকে কেন্দ্র করে সংঘটিত হামলায় আশীষ চাকমা, পিতা- দেবপ্রিয় চাকমা, গ্রাম- বালুখালী, রাঙামাটি সহ এখনো অনেক পাহাড়ি নিখোঁজ রয়েছেন ধারণা করা হচ্ছে তাদেরকে গুম করা হয়েছে সলুডং পাড়া, রেম্রং পাড়া, মানিকছড়ি, তৈকর্মা পাড়া, পথ ছড়া ও শণখোলা পাড়া এই ছয়টি গ্রামে পুড়িয়ে দেয়া বাড়ির সংখ্যা প্রায় ৯৩টি এবং মারধরের শিকার ব্যক্তির সংখ্যা আনুমানিক ৩০ জন৷ এদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন- ১. মিতু মারমা (১২) পিতা- ক্যজাই মারমা, গ্রাম- চক্যাবিল, মানিকছড়ি, ২. উহাপ্রু মারমা (৮) পিতা- ঐ, গ্রাম- ঐ, ৩. কলিন্দ্র চাকমা (৬৫) পিতা- অজ্ঞাত, গ্রাম- পরশুরাম ঘাট, রামগড়, ৪. আয়না চাকমা (২২), স্বামী- থবা চাকমা, পী মুড়া, সিন্দুকছড়ি মহালছড়ি, ৫. বুলু চাকমা (১৭) পিতা- বক্যা চাকমা, গ্রাম- যৌথ খামার, মহালছড়ি, ৬. ঊষা মারমা(২৩) পিতা- উগ্য মারমা, গ্রাম- নাকাপা, ৭. আনু মারমা (১৬) পিতা- মমং মারমা, গ্রাম- বড় পিলাক, হাফছড়ি ইউনিয়ন, রামগড়, ৮. মংশেপ্রু মারমা (৩০) পিতা- অজ্ঞাত, গ্রাম- রাইখালী, মিরসরাই, চট্টগ্রাম, ৯. উগ্য মারমা (১১) পিতা-মংশেপ্রু মারমা, গ্রাম-ঐ, ১০. জ্যোতি রঞ্জন চাকমা, পিতা- সুভাষ চাকমা, গ্রাম- মধুপুর, খাগড়াছড়ি, ১১. চাজাইমং মারমা ( ৪৫) পিতা- অজ্ঞাত, গ্রাম- মানিকছড়ি, ১২. সানিও মারমা, স্বামী- চাজাইমং মারমা, ১৩. পলেন চাকমা, পিতা-মিলন কান্তি চাকমা, গ্রাম নুয়্যপাড়া, দীঘিনালা ১৪. সোনামুনি চাকমা (২৫) পিতা- সুন্দর কুমার চাকমা, গ্রাম- জয় কুমার কার্বারী পাড়া, কবাখালী দিঘীনালা, ১৫.চিত্রা চাকমা (২১) স্বামী- সোনামুনি চাকমা এর মধ্যে মিতু মারমা ও উহ্লাপ্রু মারমা মানিকছড়ি হাসপাতালে এবং আরো অনেকে মাটিরাঙ্গা হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছেন গুম হওয়া পাহাড়িরা অধিকাংশ বিভিন্ন গাড়ির যাত্রী বিধায় তাদের পরিচয় এখনো জানা যাচ্ছে না পুলিশের উপস্থিতিতেই সেটলাররা পাহাড়িদের যাত্রীবাহী বাস থেকে নামিয়ে মারধর ও গুম করেছে বলে তিনি অভিযোগ করেন

উল্লেখ্য যে, ভূমি বেদখলকে কেন্দ্র করে গতকাল রামগড়ের শনখোলা পাড়া, রেম্রং পাড়া, সলুডং পাড়া, পথা ছড়া, তৈকর্মা ও মানিকছড়ির মহামুনি টিলায় সেটলার বাঙালিরা পাহাড়িদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More