রামুতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বসতিতে মুসলিমদের হামলা: বাড়ি-মন্দিরে আগুন, লুট

0
ডেস্ক রিপোর্ট
সিএইচটিনিউজ.কম

কক্সবাজারের রামু উপজেলায় কোরআন শরিফ
অবমাননার অভিযোগ এনে দলবেধে বৌদ্ধ গ্রামে ও মন্দিরে হামলা, অগ্নিসংযোগ ওভাংচুর করেছে মুসলিম লোকজনশনিবার রাত তিনটার মধ্যে কমপক্ষে ৬টি বৌদ্ধ মন্দিরসহ ২০টি বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছেভাঙচুর করা হয়েছে শতাধিক বাড়ি

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) সেলিম মো. জাহাঙ্গীর বৌদ্ধ অধ্যুষিত এলাকায় হামলার কথা স্বীকার করেছেন
রাতসাড়ে তিনটার দিকে রামু সদর উপজেলা থেকে ৫ কিলোমিটার দূরে রামু মিঠাছড়িরবনবিহারে ও কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানিয়েছেন রামু উপজেলাযুবলীগের সাধারণ সম্পাদক নিতিশ বড়ুয়াওই এলাকায় বিমুক্তি বিদর্শন বাবনাকেন্দ্রে নির্মাণাধীন শতফুট উচ্চতার বৌদ্ধ মুর্তি ভাংচুর করা হয়েছে বলেওতিনি জানান

রামুর স্থানীয় লোকজন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমফেইসবুকে কোরআন শরিফ অবমাননা করে ছবি সংযুক্ত করার অভিযোগ এনে শনিবার রাত১০টায় একটি ইসলামি দলের কয়েকজন নেতার নেতৃত্বে একটি মিছিল বের করা হয়

মিছিলশেষে সমাবেশে বক্তারা দাবি করেন, রামু উপজেলার বৌদ্ধ পাড়ার উত্তম বড়ুয়ানামের এক যুবকের ফেইসবুক একাউন্টে কোরআন অবমাননাকর ছবিটি পোস্ট করা হয়েছেবক্তারা ওই যুবককে আটকের দাবি জানানসমাবেশ শেষ হওয়ার কিছু পর ফের আবারোএকটি মিছিল বের হয়মিছিলটি রাত সাড়ে ১১টার দিকে রামু বড়ুয়া পাড়ার দিকেএগিয়ে যায়মিছিলটি ওই পাড়ায় পৌঁছার সঙ্গে সঙ্গে মিছিলের কয়েকজন যুবকবড়ুয়াদের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে

এরপর কমপক্ষে ১৫টি বসতবাড়ি,সাদা চিং ও লাল চিং নামের দুইটিসহ তিনটি বৌদ্ধ মন্দিরে অগ্নিসংযোগ করাহয়ভাঙচুর হয় শতাধিক বাড়ি বলে জানান তারাঘটনাস্থল থেকে স্থানীয়রাজানিয়েছেন, রাত দেড়টাতেও অগ্নিকাণ্ড অব্যাহত ছিল

স্থানীয় দীপক বড়ুয়াজানান, ৩টা মন্দির, বাড়ি ১৫টি সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে হামলাকারীরাএছাড়া, রামু মৈত্রী বিহার,রামু সীনা বিহার ও জাদীপাড়া বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগকরা হয়েছেসবকটি মন্দিরে ভাংচুর ও লুটতরাজ করা হয়েছে

কমপক্ষে ১০টিবৌদ্ধ গ্রামে হামলা চালানো হয়েছেপূর্ব মেরোংলোয়া পাড়াটি আগুন দিয়েজ্বালিয়ে দেওয়া হয়েছেসেখানে ১০/২০টি ঘর ছিল বলে জানান তিনি

এদিকে, কয়েকজন ফেইসবুক ইউজার জানিয়েছেন, উত্তম বড়ুয়া নামের রামুর যুবকের ফেইসবুকেকোরআন অবমাননাকর ছবিটি তার পোস্ট করা নয়এরজন্য উত্তম কোনোভাবে দায়ী নয়ইনসাল্ট আল্লাহনামের এক ফেইসবুক আইডি থেকেই ছবিটি শেয়ার/ট্যাগ করে দেওয়াহয়েছে বলে জানান তারা

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম http://www.bdnews24.com/bangla/details.php?cid=2&id=206394&hb=top

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More