রোয়াংছড়িতে পাহাড়ি তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গণপিটুনিতে মোসলেম মিয়া নামে এক ব্যক্তি নিহত

0

বান্দরবান প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
updateবান্দরবানে রোয়াংছড়ি উপজেলার ব্যাঙছড়ি এলাকায় পাহাড়ি তরুণী উপ্রু মারমাকে(২০) ধর্ষণের পর হত্যার অভিযোগে বিক্ষুদ্ধ জনতার গণপিটুনিতে মোসলেম মিয়া(২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়ায়। শনিবার দুপুরে ব্যাঙছড়ি এলাকার বিক্ষুদ্ধ জনতা তাকে গণপিটুনি দেয়।

রোয়াংছড়ি থানার ওসি আবদুস সাত্তার জানান, মোসলেম মিয়াকে পুলিশ উদ্ধার করে প্রথমে রোয়াংছড়ি উপজেলা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা অবনতি হলে বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বান্দরবানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য, শনিবার সকালে ব্যাঙছড়ি এলাকার পাহাড়ের খাদ থেকে পুলিশ আনন্দ স্কুলের শিক্ষিকা ঐ তরুণীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে এলাকাবাসী বিজয় তঞ্চঙ্গ্যা নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
—————–

* রোয়াংছড়িতে এক পাহাড়ি তরুণীর লাশ উদ্ধার, আটক ১

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More