লংগদুতে জেএসএস কর্মী হত্যার নিন্দা জানিয়েছে নাগরিক কমিটি

0
রাঙামাটি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
 
লংগদু: গত শনিবার রাঙামাটি জেলার লংগদুতে জেএসএস(সন্তু)-এর এক সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে এক বিবৃতি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি।
 
নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান স্বাক্ষরিত আজ ১৬ জুন রবিবার সংবাদ মাধ্যম প্রদত্ত ও নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক দলসমূহের কোন্দল বা হানাহানির কারণে প্রাণ হারানোর তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে চলেছে অথচ এই মৃত্যুর দায়ভার যথারীতি সকল পক্ষ অস্বীকার করে চলেছেন। সরকারের দিক থেকেও এর রাশ টেনে ধরার উল্লেখযোগ্য কোন উদ্যোগ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না।

পার্বত্য চট্টগ্রামে চলমান সহিংসতা কোন ব্যক্তি বা দলকে স্বস্তি বা মুক্তি দিতে পারে না এবং এই সহিংস কর্মকান্ড লক্ষ্য অর্জনের পথ হতে পারে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More