লংগদুতে পাহাড়ি শিশুকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ

0

নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম

রাঙামাটির লংগদু উপজেলার আটরকছড়া ইউনিয়নের উল্টোছড়ি গ্রামের মৃত জ্যোতিষ চন্দ্র চাকমার ১১ বছরের শিশু কন্যা ও উল্টোছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী সুজাতা চাকমাকে সেটলার কর্তৃক ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এবং হত্যাকারী ইব্রাহীমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ি সহ বিভিন্ন জায়াগায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছেহিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম আজ ১০ মে বৃহস্পতিবার এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
খাগড়াছড়িতে বিক্ষোভ
আজ বেলা পৌনে ২টায় খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর বাজার থেকে হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাপলা চত্বরের দিকে যেতে চাইলে পুলিশ চেঙ্গী স্কোয়ারে বাধা দেয়ফলে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়এতে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নিকোলাস চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক রিনা চাকমা, দপ্তর সম্পাদক শিখা চাকমা এবং পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমাসমাবেশ শেষে আবারো বিক্ষোভ মিছিলটি চেঙ্গী স্কোয়ার থেকে স্বনির্ভরে গিয়ে শেষ হয়
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সেটলার কর্তৃক পাহাড়ি নারী ধর্ষণ ও নির্যাতনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছেঅপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ না করায় তারা বার বার এ ধরনের ঘটনা ঘটাতে সাহস পাচ্ছেকিছুদিন আগেও লংগদুর গুলশাখালীতে এক পাহাড়ি নারীকে ধর্ষণের পর কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছেএ ঘটনায়ও জড়িত কাউকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি
বক্তারা সুজাতা চাকমাকে ধর্ষণের পর হত্যাকারী ইব্রাহীমের দৃষ্টান্তমূলক শাস্তি, পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনা ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সুজাতা পরিবারবর্গকে যথোপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান
পানছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়ির পানছড়িতে আজ দুপুর ১২টায় পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়মিছিলটি কলেজ গেট থেকে শুরু হয়ে পানছড়ি বাজার প্রদণি করে আবার কলেজ গেটে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার সভাপতি বরুণ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি উপজেলা শাখার সভাপতি বিবর্তন চাকমা ও সাধারণ সম্পাদক সুমেধ চাকমা প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন

দিঘীনালায় বিক্ষোভ
রাঙামাটির লংগদু উপজেলায় আটরক ছড়া ইউনিয়নের মৃত জ্যোতিষ চন্দ্র চাকমার ১১ বছরের শিশু কন্যা সুজাতা চাকমাকে সেটলার কর্তৃক ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ির দিঘীনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেআজ বুধবার বিকাল ৩টায় ইউপিডিএফএর দিঘীনালা ইউনিট কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে লারমা স্কোয়ার ঘুরে তপোবন বৌদ্ধ বিহারের গেটে গিয়ে শেষ হয়সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের দিঘীনালা উপজেলা শাখার সহ সভাপতি সুমন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা উপজেলা শাখার সভাপতি রজেন্টু চাকমা, সাধারণ সম্পাদক সুমান্ত চাকমা ও দিঘীনালা কলেজ শাখার সাধারণ সম্পাদক বিজয় চাকমা
বক্তারাপার্বত্যচট্টগ্রামেসেটলারকর্তৃকপাহাড়িনারীদেরউপরধর্ষণ, খুননির্যাতনেরঘটনাবৃদ্ধিতেউদ্বেগপ্রকাশকরেঅবিলম্বেধর্ষণহত্যাকারীইব্রাহীমেরদৃষ্টান্তমূলকশাস্তিরদাবিজানান

মহালছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়ির মহালছড়িতে দুপুর ১টায় বিক্ষোভ মিছিল করে পাহাড়ি ছাত্র পরিষদ। মিছিলটি মহালড়ি উপজেলা সদরের বাবু পাড়া থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের মহালছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা ও তথ্য, প্রচার সম্পাদক তনয় চাকমা বক্তব্য রাখেন।

বাঘাইছড়িতে বিক্ষোভ
রাঙামাটির লংগদুতে সেটলার কর্তৃক পাহাড়ি শিশুকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম বাঘাইছড়িতে বিােভ মিছিল ও সমাবেশ করেছেআজ সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা মাঠ থেকে বিােভ মিছিলটি শুরু হয়ে চৌমুহনী এলাকা ঘুরে উপজেলা পরিষদ কার্যালয় মাঠে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ করেসমাবেশ প্রায় ৫ শলোক অংশগ্রহণ করেএতে গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অঙ্গদ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি অটল চাকমা বক্তব্য রাখেন
নান্যাচরে বিক্ষোভ
লংগদুতে সেটলার কর্তৃক ৪র্থ শ্রেণীর পাহাড়ি স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটির নান্যাচরে বিােভ মিছিল করেছেমিছিলটি নান্যাচর উপজেলার বিশ্রামাগারের সামনে থেকে শুরু হয়ে বাজার প্রদণি করতে চাইলে বাজারের কাছাকাছি গেলে সেনাবাহিনী বাধা দেয়ফলে সেখান থেকে মিছিলটি আবার বিশ্রামাগারের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশ করেপাহাড়ি ছাত্র পরিষদের নান্যাচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনিল চাকমা এতে বক্তব্য রাখেন
উল্লেখ্য, গতকাল ৯ মে বুধবার বিকাল আড়াইটা তিনটার দিকে ৬ বছর বয়সী একটি শিশুকে সাথে নিয়ে সুজাতা চাকমা উল্টোছড়ি গ্রাম থেকে আধা কিলোমিটার দূর থেকে গরু আনতে গেলে সেটলার মো: ইব্রাহিম সুজাতাকে জোর করে জঙ্গলের ভিতর ধরে নিয়ে যায়এ সময় তার সাথে থাকা শিশুটি গ্রামে ছুটে এসে লোকজনকে খবর দেয়লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগে ইব্যাহীম সুজাতাকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়পরে গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে সুজাতা চাকমার লাশ উদ্ধার করে

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More