লংগদুতে ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ

0

লংগদু প্রতিনিধি ।। রাঙামাটির লংগদুতে ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ  বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২০) সকাল সাড়ে ১০টায় লংগদু ইউনিয়নবাসীর উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে দয়াল চাকমার সভাপতিত্বে ও ধনবান চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীন মুরুব্বী সমীর চাকমা ও প্রাক্তন ইউপি সদস্য বুদ্ধ কুমার চাকমা প্রমুখ।

বক্তারা আক্ষেপ করে বলেন, জুম্ম দলগুলোর মধ্যেকার ভ্রাতৃঘাতি সংঘাতের কারণে আজ পর্যন্ত বহু রাজনীতিবিদ, সমাজ সেবক, বুদ্ধিজীবীকে হারিয়েছি। আমরা এভাবে আর কাউকে হারাতে চাই না।

তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে চলমান ভ্রাতৃঘাতি সংঘাত সরকারের ষড়যন্ত্রের ফল। বিভিন্ন দল উপদলে জুম্মদের বিভক্ত রেখে সরকার নিপীড়ন-নির্যাতনসহ তার পরিকল্পিত নীলনক্সা বাস্তবায়ন করে যাচ্ছে। রাজনৈতিক দমন-পীড়নের কারণে মিথ্যা মামলায় বিভিন্ন দলের নেতা কর্মী কারান্তরীণ অবস্থায় বন্দী জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। সমানতালে ভুমি বেদখল, নারী নির্যাতনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত।

বক্তারা বলেন আমাদের জুম্ম দলগুলো ঐক্য-সমঝোতার মাধ্যমে কাজ করতে না পারলে জুম্মদের ভবিয্যৎ অন্ধকার। তাই আমরা জুম্ম দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি- সরকারের ষড়যন্ত্রে পা দিয়ে আর জাতির ধ্বংস ডেকে আনবেন না। অবিলম্বে সংঘাত-হানাহানি বন্ধ করে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হোন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More