লক্ষ্মীছড়িতে আইন শৃঙ্খলা মিটিঙে বোরকা সন্ত্রাসীদের আমন্ত্রণ জানানোর নিন্দা

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
গতকাল ২২ নভেম্বর ২০১১ খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা মিটিঙে সন্ত্রাসী ও অপহরণকারীদের আমন্ত্রণ জানানোর তীব্র নিন্দা জানিয়েছেন ইউপিডিএফ লক্ষ্মীছড়ি ইউনিটের সংগঠক শুক্ল চাকমা

আজ বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, মিটিঙে অপহরণকারী বোরকা সন্ত্রাসীদের হোতা দেব রঞ্জন চাকমা ওরফে ধীমানকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে আরেক বার স্পষ্ট হলো কারা লক্ষ্মীছড়িতে আইন শৃঙ্খলা বিনষ্ট করছেতিনি বলেন, “আইন শৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ মিটিঙে আইন শৃঙ্খলা ভঙ্গকারী সন্ত্রাসী, অপহরণকারী ও চাঁদাবাজদের আমন্ত্রণ জানানোর ঘটনা বিষ্ময়কর ও নজীরবিহীনএর মাধ্যমে সন্ত্রাসীদেরকে তাদের অপকর্মে প্রত্যক্ষভাবে উসাহ ও ইন্ধন দেয়া হয়েছে।” তিনি বোরকা সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেয়া থেকে বিরত থাকার জন্য লক্ষ্মীছড়ির সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রতি আহ্বান জানান

শুক্ল চাকমা আরো বলেন, “আমরা জানতে পেরেছি উক্ত মিটিঙে জনৈক সেনা কমান্ডার বলেছেন ইউপিডিএফ রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্ত রয়েছে, তাই ইউপিডিএফ-কে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে।” উক্ত সেনা কমান্ডারের এই বক্তব্যকে চরম অগণতান্ত্রিক ও ফ্যাসিস্ট আখ্যায়িত করে তিনি বলেন, “ইউপিডিএফ একটি গণতান্ত্রিক দল, শান্তিপূর্ণ পন্থায় আমরা আন্দোলন পরিচালনা করছিকাজেই রাষ্ট্রদ্রোহী কোন কার্যকলাপে ইউপিডিএফের লিপ্ত থাকার কোন প্রশ্নই উঠতে পারে নাঅপরদিকে সেনাবাহিনীর কতিপয় কমান্ডারই ইউপিডিএফকে গণতান্ত্রিক কার্যক্রম চালাতে প্রতিনিয়ত বাধা দিচ্ছে।”

শুক্ল চাকমা বলেন, “এর আগে ১৯ নভেম্বর স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে অনুষ্ঠিত অপর এক আইন শৃঙ্খলা মিটিঙে উক্ত সেনা কমান্ডার বলেছিলেন, ‘বর্মাছড়ির শুকনাছড়ি থেকে যারা (বোরকা সন্ত্রাসী কর্তৃক) অপহৃত হয়েছেন তাদের ছেলে ও ভাই ইউপিডিএফ করছেকাজেই তারাও ক্রিমিনালউক্ত মিটিঙে উপস্থিত এক জনপ্রতিনিধি তার এই বক্তব্যের প্রতিবাদ করে বলেছিলেন ছেলে বা ভাই ইউপিডিএফ করছে বলে তার দায় তো বাবা বা ভাইয়ের উপর বর্তাতে পারে না।” শুক্ল চাকমা বলেন উক্ত সেনা কমান্ডারের এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে তিনি অপহরণকারী সন্ত্রাসীদের পক্ষ অবলম্বন করছেন ও তাদের মুখপাত্রের ভূমিকা পালন করছেন

ইউপিডিএফ নেতা অবিলম্বে বর্মাছড়ির শুকনাছড়ি থেকে বোরকা সন্ত্রাসী কর্তৃক অপহৃত তিন নিরীহ গ্রামবাসীকে উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও বোরকা পার্টিকে ভেঙে দেয়ার দাবি জানিয়েছেন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More