লক্ষ্মীছড়িতে বাঙালি যুবক কর্তৃক পাহাড়ি শিশুর শ্লীলতাহানি

0

সিএইচটি নিউজ ডটকম
লক্ষ্মীছড়ি : খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে বাঙালি যুবক কর্তৃক ১১ বছর বয়সী এক পাহাড়ি শিশুর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে।attempt raped

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১:৩০টার সময় উপজেলার মরাচেঙে মুখ এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, মানিকছড়ির লেকুয়া পাড়ার মো: আজগর আলীর পুত্র মো: আবদুল (২৭) লক্ষ্মীছড়ি ইউনিয়নের গবমারা প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী(রদ) বহন করে মানিকছড়ি থেকে সিএনজিযোগে যতীন্দ্র কার্বারী পাড়ায় যাচ্ছিল। যাবার পথে মরাচেঙে মুখ  এলাকায় পৌঁছলে ওই শিশুটিকে হেঁটে যেতে দেখে তাঁর চালিত সিএনজিতে তুলে নেয়। কিছুদূর গিয়ে রাস্তার মাঝে লোকজন না থাকার সুযোগে মো: আবদুল শিশুটির বুকে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। পরে যতীন্দ্র কার্বারী পাড়ায় পৌঁছে শিশুটি ঘটনাটি জানালে সেখানে থাকা লোকজন সাথে সাথে মো: আবদুলকে ধরে ফেলে এবং উত্তম-মধ্যম লাগিয়ে দেয়।

এ ঘটনার পর বিকালে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ পাহাড়ি ও বাঙালি মুরুব্বীরা মিলে সালিশ বৈঠকের মাধ্যমে মো: আবদুলকে ৫ হাজার টাকা জরিমানা ও শিশুটির ক্ষতিপূরণ হিসেবে ১৫ হাজার টাকা ধার্য্য করে বিষয়টি সমাধা করেন। পরে আবদুলকে তার অভিভাবকের কাছে গছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

খবরটির ইংরেজী [English] ভার্সন পড়ুন এখানে
—————–

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More