লক্ষ্মীছড়িতে বোরকা পার্টির সন্ত্রাসী কর্তৃক দুই গ্রামবাসী অপহৃত

0
লক্ষীছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়নের মরাচেঙ্গী মুখ পাড়া ও যতীন্দ্র কার্বারী পাড়া থেকে বোরকা পার্টির সন্ত্রাসী কর্তৃক দুই গ্রামবাসী অপহৃত হয়েছেনঅপহৃতরা হলেন জ্যোতিময় চাকমা (৩০) পিতা রাজ কুমার চাকমা ও করুণা চাকমা(৩২) পিতা প্রবীণ চাকমাগতকাল মঙ্গলবার মধ্যরাত আনুমানিক ১টার সময় এ ঘটনা ঘটে
জানা যায়, লক্ষ্মীছড়ি সেনা জোন থেকে একদল সেনা শ্যামল কান্তি চাকমা, রিপন চাকমাসহ কয়েকজন বোরকা পার্টির সদস্যকে সাথে নিয়ে গাড়ি যোগে মরাচেঙ্গী মুখ পাড়া ও যতীন্দ্র কার্বারী পাড়ায় যায়সেনারা সেখানে গিয়ে বোরকা পার্টির সন্ত্রাসীদের নামিয়ে দিয়ে রাস্তায় টহল দেয়এরপর বোরকা পার্টির সন্ত্রাসীরা নিজ বাড়ি থেকে উক্ত দুই গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায়অপহরণের পর তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি
করুণা চাকমার ছোট ভাই ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘প্রথমে একটি গাড়ির শব্দ শুনতে পাইগাড়িটা আমাদের বাড়ির কিছু দূরে রাস্তায় এসে থামেএর কিছুক্ষণ পর দুইজন সশস্ত্র পাহাড়ি যুবক আমাদের বাড়িতে আসে এবং আমার বড় ভাইকে ঘুম থেকে তুলে নিয়ে যায়তাকে নিয়ে যাওয়ার প্রায় আধা ঘন্টা পর আর্মিরা আমাদের বাড়িতে আসে এবং কিছুক্ষণ অবস্থান করার পর চলে যায়
একই ঘটনা প্রসঙ্গে জ্যোতিময় চাকমার স্ত্রী যবনা চাকমা জানান, ‘রাতে ৫ জন সশস্ত্র সন্ত্রাসী আমাদের বাড়িতে আসেএরপর তারা ২ জন বাড়ির ভিতর ঢুকে পড়ে এবং ৩ জন বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকেএর মধ্যে বোরকা পার্টির সন্ত্রাসী শ্যামল কান্তি চাকমা ও রিপন চাকমাকে চিনতে পেরেছিপরে তারা আমার স্বামীকে ঘুম থেকে তুলে অপহরণ করে নিয়ে যায়। যখন সন্ত্রাসীরা আমার স্বামীকে ধরে নিয়ে যাচ্ছিল তখন আর্মিরা যতীন্দ্র কার্বারী পাড়া দোকানে অবস্থান করছিল।
এদিকে, পরিবারের পক্ষ থেকে আজ বুধবার সকালে বোরকা সন্ত্রাসীদের সাথে যোগাযোগ করা হলে ঘটনাটি তারা অস্বীকার করছেফলে উভয় পরিবারের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে

ইউপিডএফ খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক প্রদীপ চাকমা এক বিবৃতিতে উক্ত দুই নিরীহ গ্রামবাসীকে অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছ্নে। তিনি অবিলম্বে অপহৃতদের উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More