লক্ষ্মীছড়িতে বোরকা সন্ত্রাসী কর্তৃক দুই ব্যক্তি অপহৃত

0

লক্ষীছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে বোরকা সন্ত্রাসীরা দুই নিরীহ ব্যক্তিকে অপহরণ করেছে৷ তারা হলেন ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়নের দুধ্যা পাড়া গ্রামের হ্লাথোঅং মারমার ছেলে থুইচাউ মারমা (১৪) ও বর্মাছড়ি ইউনিয়নের কলাছড়ি গ্রামের টনক্কো চাকমার ছেলে ধন কুমার চাকমা (৩৬)৷

এর মধ্যে থুইচাউ মারমা গতকাল মঙ্গলবার ৪ অক্টোবর ফটিকছড়ির কাঞ্চপুরের সমুরহাট বাজার থেকে অপহৃত হন। এ সময় তিনি সওদা করতে সেখানে গিয়েছিলেন৷ সারাদিন আটক রেখে প্রচণ্ড মারধর করার পর বিকালের দিকে সন্ত্রাসীরা তাকে ছেড়ে দেয়৷

অপরদিকে বোরকা সন্ত্রাসীরা ধন কুমার চাকমাকে গত ২ অক্টোবর বিকাল ৩টার দিকে তার শশুর বাড়ি মানিকছড়ির ছোট কালাপানি (দোজরী পাড়া) থেকে অপহরণ করে৷ এ সময় তিনি তার ছোট ছেলেকে খাগড়াছড়িতে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে তার শশুর বাড়িতে উঠেছিলেন৷ তার মুক্তির জন্য সন্ত্রাসীরা তার পরিবারের কাছ থেকে দুই ল টাকা মুক্তিপণ দাবি করছে৷ মুক্তিপণ দিতে ব্যর্থ হলে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছে৷

ইউপিডিএফ লক্ষ্মীছড়ি উপজেলা ইউনিটের সংগঠক শুক্ল চাকমা অবিলম্বে অপহৃত ধন কুমার চাকমাকে উদ্ধার ও বোরকা পার্টির সদস্যদের অব্যাহত সন্ত্রাস বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন একটি বিশেষ মহলের মদদে ও আশ্রয়ে বোরকা পার্টির সন্ত্রাসীরা লীছড়িতে অবাধে খুন, অপহরণ, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি ইত্যাদি অপকর্ম করে যাচ্ছে৷ লক্ষ্মীছড়ি জোনের পাশে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের কাছ থেকে প্রতিদিন জোরপূর্বক অবৈধ চাঁদা তুললেও প্রশাসনের পক্ষ থেকে আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি৷ বরং যারা এই বোরকাদের সন্ত্রাস প্রতিরোধ করতে চায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়৷

শুক্ল চাকমা বলেন অবিলম্বে অপহৃত ধন কুমার চাকমাকে ছেড়ে দেয়া না হলে কিংবা তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে বোরকা সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More