লক্ষ্মীছড়িতে বোরকা সন্ত্রাসী কর্তৃক ২ ব্যক্তি অপহৃত

0

লক্ষীছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
লক্ষ্মীছড়িতে সেনা-সন্তু মদদপুষ্ট বোরকা পার্টির সন্ত্রাসীরা ২ ব্যক্তিকে অপহরণ করেছে৷ তারা হলেন ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়নের যতীন্দ্র কার্বারী পাড়ার বাসিন্দা বিন্দু চাকমা (৪০) পিতা- ধন্যা চাকমা ও অনল চাকমা (২২) পিতা- সুশীল কুমার চাকমা৷ তারা দুজনই হোন্ডা চালক

সূত্র জানায়, আজ ১৮ জুলাই সোমবার বেলা ২টার দিকে লক্ষ্মীছড়ি বাজার থেকে বোরকা পার্টির সন্ত্রাসীরা তাদেরকে অপহরণ করে জুর্গাছড়ির দিকে নিয়ে যায়। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পাহাড়িদের ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দেয়ার প্রতিবাদে গত ১২ জুলাই ইউপিডিএফ-এর ডাকা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়ার কারণে তাদেরকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে৷ এর আগে গত ১৪ ও ১৫ জুলাইসন্ত্রাসীরা একই গ্রামের অশোক কুমার চাকমা, বিত্তি চাকমা ও বাদী পাড়া গ্রামের সুবাস চাকমাকে অপহরণ করে৷ অবশ্য পরে সন্ত্রাসীরা তাদেরকে ছেড়ে দেয়

বোরকারা ইউপিডিএফ-এর মানববন্ধনে অংশগ্রহণকারীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলেও এলাকাবাসী অভিযোগ করেছেন ফলে বর্তমানে সন্ত্রাসীদের ভয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে৷ সন্ত্রাসীরা সেনাবাহিনীর আশ্রয়-প্রশ্রয়ে থাকে বিধায় তাদের বিরুদ্ধে এলাকাবাসী কোন প্রকার অভিযোগ দিতে সাহস পাচ্ছে না

অন্য এক ঘটনায় গতকাল রবিবার বান্দরবানের রুমায় জেএসএস সন্তু গ্রুপের জনৈক সদস্য ইউপিডিএফ সমর্থক মংবাসা মারমার কাছ থেকে পোস্টার কেড়ে নেয় এবং মারধর করে৷ সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে ইউপিডিএফ উক্ত পোস্টার প্রচার করে

ইউপিডিএফ লক্ষ্মীছড়ি ইউনিটের সংগঠক শুক্ল চাকমা এক বিবৃতিতে উক্ত অপহরণ ও ইউপিডিএফ সমর্থককে মারধরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷ তিনি অবিলম্বে অপহৃতদের উদ্ধার ও বোরকা সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More