লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর তান্ডব: স্কুলছাত্রসহ জনগণের উপর বেধড়ক লাঠিচার্জ

0

সিএইচটিনিউজ.কম
lakshmichhari-261x300লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনা সদস্যদের বেধড়ক লাঠিচার্জে স্কুল ছাত্রসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে লক্ষ্মীছড়ি উপজেলার সদরের শিলাছড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টে অংশ নিতে শুকনাছড়ি গ্রামের বিভিন্ন স্কুল-কলেজে পড়ুয়া ছাত্রদের একটি টিম বাঘ্যাপাড়ার খেলার মাঠে যাচ্ছিলেন। যাবার পথে সেনা সদস্যরা জোনের পার্শ্ববর্তী শিলাছড়ি নামক স্থানে তাদেরকে আটকিয়ে কোন কিছু বুঝে উঠার আগেই লাঠিপেটা করতে শুরু করে। এ সময় সেনারা সেখানে যাকে পেয়েছে তাকে পিটিয়েছে। সেনাদের এহেন বেপরোয়া লাঠিচার্জে স্কুল ছাত্র সহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। লাঠিপেটার শিকার হওয়া কয়েকজন হলেন- ৭ম শ্রেণীর ছাত্র রয়েল চাকমা, ক্লিনটন চাকমা, হিরণ চাকমা, রিপন চাকমা, নিয়ন চাকমা ও নান্টু চাকমা, ৮ম শ্রেণীর ছাত্র অর্পণ চাকমা ও নয়ন্ত চাকমা, ১০ম শ্রেণীর ছাত্র শিলন চাকমা এবং মানিকছড়ি কলেজের ছাত্র তপন চাকমা। এছাড়া সুশান্ত চাকমা (২০), প্রদীপ চাকমা (২৩) সহ আরো অনেকে লাঠিপেটার শিকার হয়েছেন, যাদের সকলের নাম জানা যায়নি। অনেকে পালিয়ে গিয়ে কোন রকমের লাঠিপেটা থেকে বেঁচে গেছেন।

লাঠিপেটার পরও ক্ষান্ত না হয়ে সেনা সদস্যরা তাদেরকে কমপক্ষে ১০ মিনিট রোদে দাঁড় করিয়ে রাখেন।

সেনারা ভাড়ায় চালিতে মোটর সাইকেল চালকদেরও লাঠিপেটা করে। এ সময় তারা(সেনা সদস্যরা) ৭টি মোটর সাইকেল নিয়ে গেছে বলে অভিযোগ করেছে মোটর সাইকেল মালিকরা।

সেনা সদস্যদের এহেন আচরণে এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
———————–

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More