লক্ষ্মীছড়ির বর্মাছড়িতে বোরকা সন্ত্রাসী কর্তৃক ৩ গ্রামবাসী অপহৃত

0

লক্ষীছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নে সেনা-সন্তু মদদপুষ্ট বোরকা পার্টির সন্ত্রাসীরা ৩ গ্রামবাসীকে অপহরণ করেছেঅপহৃতরা হলেন দক্ষিণ শুকনাছড়ি গ্রামের মৃত বিদ্যাধর চাকমার ছেলে শান্তি কুমার চাকমা (৪৫), মৃত বিরাজ মনি চাকমার ছেলে আনন্দ চাকমা (৪৬) ও উত্তর শুকনাছড়ি গ্রামের রঞ্জন মোহন চাকমার ছেলে সুরেশ কান্তি চাকমা (৩৮)

গতকাল মধ্যরাত আনুমানিক ১২টার সময় লক্ষ্মীছড়ি সদর থেকে ১২/১৪ জনের একদল বোরকা সন্ত্রাসী বর্মাছড়ি ইউনিয়নের শুকনাছড়ি গ্রামে হানা দেয়এ সময় বোরকারা বাড়ি ঘেরাও করে উপরোক্ত তিন গ্রামবাসীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়

এ ছাড়া সন্ত্রাসীরা গ্রামের বেশ কয়েকজনের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়এর মধ্যে নুক্যা চাকমার কাছ থেকে ১টি, স্বাধীন কুমারের ছেলের কাছ থেকে ১টি, ললিত কান্তি চাকমার কাছ থেকে ১টি, ধন কুমার চাকমার কাছ থেকে ১টি, বাবুল কান্তি চাকমার (অপহৃত শান্তি কুমার চাকমার ছেলে) ১টি ও তার স্ত্রীর কাছ থেকে ১টি ও রাজেন্দ্র চাকমার কাছ থেকে ১টি মোবাইল ফোন বোরকারা কেড়ে নিয়ে যায়

ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সংগঠক শুক্ল চাকমা এক বিবৃতিতে উক্ত অপহরণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অপহৃতদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন

তিনি বলেন, বোরকা সন্ত্রাসীরা লক্ষ্মীছড়ি থানা থেকে মাত্র ২০০ গজ দূরে সেনা জোনের কাছে জুর্গাছড়িতে অবস্থান করে দীর্ঘ দিন ধরে খুন, অপহরণ, চাঁদাবাজি ও মুক্তিপণ আদায়সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেগত ২১ অক্টোবর র‌্যাব সদস্যরা তাদের আস্তানায় হামলা চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেএরপরও বোরকা দুর্বৃত্তরা স্থানীয় প্রশাসনের নাকের ডগায় তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে

ইউপিডিএফ নেতা বোরকা পার্টির সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান

প্রতিবাদ: বাজার বয়কট
এদিকে বোরকা পার্টির সন্ত্রাসী কর্তৃক উক্ত তিন ব্যক্তিকে অপহরণের প্রতিবাদে ও অপহৃতদের উদ্ধারের দাবিতে আজ বৃহস্পতিবার লীছড়ির বর্মাছড়ি বাজার
, কুদুকছড়ি, যতীন্দ্র কার্বারী পাড়া ও চিল্যাতলীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছেবোরকা পার্টি প্রতিরোধ কমিটি এই সমাবেশের আয়োজন করেসমাবেশ থেকে আগামী শনিবার দুপুর ১২টার মধ্যে অপহৃত তিন গ্রামবাসীকে উদ্ধার করা না হলে কিংবা ছেড়ে দেয়া না হলে পরদিন রবিবার থেকে পরবর্তী এক সপ্তাহ লক্ষ্মীছড়ি বাজার বয়কট করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে

বর্মাছড়ি ইউনিয়নের বর্মাছড়ি বাজার মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অলকেশ চাকমা, কুদুকছড়িতে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অর্জন চাকমা ও দেব মোহন চাকমাএছাড়া লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নের যতীন্দ্র কার্বারী পাড়া ও দুল্যাতলী ইউনিয়নের চিল্যাতলীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

বক্তারা বলেন, ২০০৯ সালের জুলাই থেকে আজ পর্যন্ত গত আড়াই বছরে বোরকা পার্টির সন্ত্রাসীরা দুই ব্যক্তিকে খুন, ১৮ জনকে অপহরণ, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান দশরথ তালুকদারসহ ৫০ ব্যক্তিকে মারধর ও কয়েক লক্ষ টাকা মুক্তিপণ আদায় করেছেতারপরও প্রশাসন তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেনিঅপরদিকে প্রশাসনের ছত্রছায়ায় লক্ষ্মীছড়ি বাজারে থাকে বলে সন্ত্রাসীদের বিরুদ্ধে সাধারণ লোকজন ভয়ে থানায় অভিযোগ দিতে পারে না

বক্তারা অবিলম্বে অপহৃতদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, শনিবার দুপুর ১২টার মধ্যে উদ্ধার করা না হলে পরদিন রবিবার থেকে পরবর্তী এক সপ্তাহের জন্য লক্ষ্মীছড়ি বাজার বয়কট করা হবে

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More