লামায় অপহৃত তিনজন এখনো উদ্ধার হয়নি, দুঃচিন্তায় পরিবার-স্বজনরা

0

সিএইচটিনিউজ.কম
বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে লামা ফাঁসিয়াখালী থেকে গত রোববার রাতে চট্রগ্রাম থেকে বাড়ি ফেরার পথে ফাঁসিয়াখালীর শাহসুজা সড়কের ডাবলব্রিজ এলাকা থেকে অপহৃত তিন ব্যক্তিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের নিয়ে দুঃচিন্তায় রয়েছেন পরিবার-স্বজনরা। এদিকে এই ঘটনায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করেছে পুলিশ।

কামাল ও আলী আহমদের ভাই সোলাইমান বলেন, তাঁর দুই ভাইয়ের জন্য ২ লক্ষ টাকা ও অন্য জনের জন্য ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। কিন্তু তাদের সামর্থ্য না থাকায় তাদের পক্ষে দাবিকৃত টাকা দেওয়া সম্ভব হচ্ছে না।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার জানান, কয়েক বছর ধরে সন্ত্রাসীরা অপহরণ বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

গত দেড় বছরে ফাঁসিয়াখালী ও বাইশারী ইউনিয়ন হতে ২৫ জনের বেশি মানুষকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে আদায় করা হয়েছে।

পুলিশ জানায়, স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় টমটমচালক আমান উল্লাহকে আটক করেছে চকরিয়া থানার পুলিশ।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আমরা লামা ও চকরিয়া থানা যৌথভাবে অপহৃত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেকোন সময় দুর্বৃত্তদের গ্রেপ্তার ও অপহৃত ব্যক্তিদের উদ্ধার করা সম্ভব হবে।
—————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More