লামায় অবৈধভাবে পাথর পাচারকালে ট্রাক জব্দ

0

Lama trakউথোয়াই মারমা, বান্দরবান : বান্দরবানের লামায় অবৈধ পাথর বোঝায় ট্রাক জব্দ করা হয়েছে। ১৯ জুন রবিবার বিকাল ৫টায় লামা পৌরসভার লাইনঝিরি এলাকা থেকে পাথর বোঝায় ট্রাকটি (নারায়ন গঞ্জ- ড, ০২-০৩০৭) জব্দ করেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ।

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ লামা উপজেলায় কোন প্রকার পাথরের পারমিট ছাড়া, অনুমতি ব্যাতীত পাহাড় কেটে পাথর উত্তোলন করে অবৈধ পাথর পাচার করে যাচ্ছে একটি সিন্ডিকেট। লামা উপজেলা প্রশাসন কর্তৃক অবৈধ পাথর পাচার বন্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই ট্রাক জব্দ করা হয়। তাদের বেপরোয়া পাচার ও অতিমাত্রায় পাথর বোঝাই করায় কারণে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। নষ্ট হচ্ছে রাস্তা-ঘাট ও ব্রিজ কালভার্ট। প্রশাসনের বাধা থাকা সত্ত্বেও গোপনে ও প্রশাসনের দৃষ্টি আড়ালে প্রতিদিন পাচার করছে শত শত গাড়ি পাথর।

যাদের বেপরোয়া পাচারের কারণে গত ১লা জুন ২০১৬ লামা-চকরিয়া রোডের মিরিঞ্জা নামক পাহাড়ে অতি বোঝায় পাথরের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে শিশু সহ ২জন নিহত ও ৩জন আহত হয়েছিল।

পাথর বোঝাই ট্রাক জব্দের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ বলেন, প্রচলিত আইনে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কোন প্রকার অনুমতি পত্র দেখাতে না পারায় ট্রাকটি জব্দ করা হয়েছে।
——————

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More