লামায় আ’লীগ নেতার বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

0
লামা(বান্দরবান) প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

বান্দরবানের লামাউপজেলার ফাইতং ইউনিয়নের ফাইতং মৌজায় আজীজনগর ইউনিয়ন আওয়ামী লীগেরসাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ পাওয়া গেছেগতকালবৃহস্পতিবার দখলকৃত জায়গায় দুই ত্রিপুরা পাড়াবাসী মানববন্ধন করেছেপাড়াবাসীর অভিযোগ, ভূমি দখল করতে গিয়ে এক আদিবাসী ত্রিপুরার ২ হাজার কলা, ২০০ আম ও কাঁঠাল, এক হাজার ৫০০ সেগুন ও এক হাজার বিভিন্ন ফলদ গাছসহ প্রায় ৫হাজার চারাগাছ কেটে দিয়েছে ওই আওয়ামী লীগ নেতার লোকজনএমনকি কেটে দেওয়ারচিহ্ন মুছে ফেলতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এসব গাছগাছালি।(খবর দৈনিক সমকাল, ২৭ এপ্রিল ২০১২)

মানববন্ধনেউপজেলার রাংচুঙ্গপাড়া ও বঙ্গপাড়ার লোকজন অভিযোগ করেন, দীর্ঘদিন থেকে ওইজায়গা দখলের চেষ্টা চালিয়ে আসছে এলাকার প্রভাবশালী ও লামা উপজেলা আজীজনগরইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম রহমান ও তার বড় ভাই সাইদুররহমানশনিবার দুপুরের দিকে সেলিম রহমান ৩০-৪০ জন সন্ত্রাসী এনে প্রভাতত্রিপুরার জায়গার ফলদ বাগানের গাছ কাটা শুরু করেশনি থেকে সোমবার পর্যন্ততিন দিনে সন্ত্রাসীরা প্রায় ৫ হাজার গাছ কেটে ফেলেজায়গার মালিকসহপাড়াবাসী বাধা দিতে গেলে ভাড়া করা সন্ত্রাসীরা দেশি অস্ত্র নিয়ে তাদের তাড়াকরে
প্রভাত ত্রিপুরা ও তার স্ত্রী হাসাতি ত্রিপুরা জানান, ২০ বছর ধরে১০ একর জায়গায় কলা, কাঁঠাল, আম, বেল, লিচু, পেয়ারা, কমলাসহ বিভিন্ন ফলদ গাছও সেগুন চারা রোপণ করেছেন
ওই ফলদ বাগান তাদের একমাত্র আয়ের উরাংচুঙ্গপাড়ার পাড়াপ্রধান সাজাচন্দ্র ত্রিপুরা ও বঙ্গপাড়া কারবারি নাজিরামত্রিপুরা জানান, ভূমিদস্যুরা আওয়ামী লীগের নেতা হওয়ায় এলাকায় তাদের প্রভাবরয়েছেতাদের পরিবারের দাপটের কাছে অসহায় ত্রিপুরা পাড়ার বাসিন্দারা

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More