শূন্যগর্ভ প্রতিশ্রুতি পার্বত্যবাসীর ভয় দূর করতে পারবে না: নিউ এজ সম্পাদকীয়

0

সিএইচটিনিউজ.কম
chittagong Hill Tracts map2‘চলমান বছর শেষ হওয়ার আগে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন করা হবে এই মর্মে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক পরামর্শকের গত মঙ্গলবার দেয়া প্রতিশ্রুতি শূন্যগর্ভ ঠেকেছে’, আজ শুক্রবার ইংরেজী দৈনিক নিউ এজ-এর সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে উপরোক্ত প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি আরো বলেন যে, বহুল আলোচিত পার্বত্য ভূমি কমিশন আইনের সংশোধনীও শীঘ্রই সংসদে তোলা হবে।

নিউ এজ সম্পাদকীয়তে আরো বলা হয়, ‘কিন্তু দুঃখজনক ব্যাপার হলো প্রত্যেকটি সরকারের বাঙালি জাত্যাভিমান — যা হয়তো শুরুতেই সংখ্যালঘু জাতিগুলোর মধ্যে অসন্তোষের আলোড়ন সৃষ্টি করেছে এবং পরবর্তীতে তাদেরকে নিজেদের অধিকারের জন্য অস্ত্র তুলে নিতে উৎসাহ যুগিয়েছে — এই জাত্যাভিমানই মনে হয় চুক্তির বাস্তবায়নের পথে বড় রকমের বাধা হয়ে দাঁড়িয়েছে।’

সম্পাদকীয়তে মন্তব্য করা হয়, ‘এ রকম তালবাহানা স্বাভাবিকভাবে পাহাড়ি নেতাদের মধ্যে হতাশাকে গভীর করে তুলেছে এবং চুক্তি বাস্তবায়নের ব্যাপারে সংখ্যাগুরু বাঙালিদের প্রাধান্যে গঠিত শাসক রাজনৈতিক শ্রেণীটির আন্তরিকতা ও ঐকান্তিকতা সম্পর্কে প্রশ্ন তুলতে তাদেরকে বাধ্য করেছে।’

‘মনে হয় ক্ষমতাসীন আওয়ামী লীগ-নেতৃত্বাধীন সরকার সংবিধানে পঞ্চদশ সংশোধনী পাশের মাধ্যমে এই ধরনের সন্দেহকে বাড়িয়ে তুলেছে; এই সংশোধনী বাংলাদেশের অবাঙালি নাগরিকদেরকে বলতে গেলে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে।’

‘পার্বত্য চট্টগ্রামে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে প্রভূত্বকারী রাজনৈতিক শ্রেণীটির অভিপ্রায় সম্পর্কে পাহাড়িদের ঘনীভূত অবিশ্বাস প্রতিফলিত হয়েছে,’ মন্তব্য করে এতে আশঙ্কা প্রকাশ করা হয় যে, ‘ এই অবস্থা একটি দীর্ঘস্থায়ী সংকটে রূপান্তরিত হতে পারে, যদি সরকার তার সুপরিচিত ও দৃশ্যত উদাসীন দৃষ্টিভঙ্গি বজায় রাখে।’

সরকারকে পরামর্শ দিয়ে সম্পাদকীয়তে বলা হয়, ‘সে কারণে অবাস্তব প্রতিশ্রুতি না দিয়ে ক্ষমতাসীনদের প্রয়োজন পার্বত্য চুক্তির কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে দৃষ্টিগ্রাহ্য অগ্রগতি নিয়ে হাজির হওয়া।’

সম্পাদকীয়টি হুবহু নিচে যোগ করা হল:

Empty assurances unlikely to allay CHT people’s fear

THE assurance of the prime minister’s international affairs adviser on Tuesday that the Chittagong Hill Tracts Peace Accord would be implemented before the end of the current year sounds empty, to say the least. According to a report published in New Age on Wednesday, the adviser, who has been assigned by the prime minster to look after issues related to the implementation of the accord, also told a seminar in the capital Dhaka that the much-talked-about land reform bill would be placed in parliament soon. His assurance and assertion came after rights activists at the seminar had expressed their doubts about the government’s ability and/or intention to implement the accord. Such articulation of ‘no confidence’ is no doubt based on legitimate reasons.

As we have written in these columns many times over, the peace accord, signed between the 1996-2001 Awami League government and Parbatya Chattagram Jana Sanghati Samiti, the political umbrella of the now-defunct Shanti Bahini, on December 2, 1997, not only heralded the end to 22 years of guerrilla warfare in the hill tracts but also marked, for the first time, the state’s theoretical recognition of the conflict of interest between the majority Bengalis and the minority ethnic communities, thereby giving rise to the possibility of natural peace in the war-torn region through negotiated settlement of the disputes. Regrettably, however, the Bengali chauvinism of successive governments, which may have stirred resentment in the minority ethnic communities in the first place and subsequently prompted them to take up arms for their rights, seems to have stood inexorably in the way of the accord’s implementation.

Of course, some provisions in the treaty are not only legally untenable but also run counter to the constitution. For example, the designation of land ownership as a requirement for voter eligibility and the provision for a separate voter roll are in direct contravention with the constitution.

However, the rest of the provisions do not appear to have any legal or constitutional drawbacks and should have been implemented in the past 16 years or so. Suffice to say, none of the governments in this period have made any substantive effort to either address these legal-constitutional glitches or properly implement provisions that are not legally/constitutionally questionable.

Such foot-dragging has naturally deepened frustration among the leaders of the hill people and prompted them to question the sincerity and seriousness of the dominant political class, which is dominated by the majority Bengali community, about the implementation of the accord. The incumbent AL-led government seems to have fuelled such suspicion by pushing through the 15th amendment to the constitution that virtually makes non-Bengali citizens of Bangladesh second-class citizens.

Suffice to say, the deepening mistrust among the hill people about the intent of the dominant political class has had its manifestations in the growing tension in the hill tracts. The situation could very well snowball into a prolonged crisis again if the government continues with its familiar and apparently indifferent attitude. Hence, instead of making unrealistic assurances, the incumbents need to come up with tangible progress towards effective implementation of the CHT accord.

Source: http://newagebd.net/15861/empty-assurances-unlikely-to-allay-cht-peoples-fear/#sthash.gOsqkkMP.dpbs

—————–

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More