সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে খাগড়াছড়ি -রাঙামাটিতে ইউপিডিএফ’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ : পানছড়িতে সেনাবাহিনীর হামলায় ৭ জন আহত

0

খাগড়াছড়ি ও রাঙামাটি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

সংখ্যালঘু জাতির ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দেয়ার প্রতিবাদে ও সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে ইউপিডিএফ৷ মিছিল ও সমাবেশ থেকে অবিলম্বে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে সংখ্যালঘু জাতিসমূহকে নিজ নিজ পরিচয়ে স্বীকৃতি দেয়ার দাবি জানানো হয়েছে৷ খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনী মিছিলে অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা চালালে এতে কমপক্ষে সাত জন আহত হয়েছে

খাগড়াছড়ি :আমরা বাঙালি নই, আমাদের নিজস্ব জাতীয় পরিচিতির স্বীকৃতি দিতে হবে” এই শ্লোগানকে ধারণ করে সংখ্যালঘু জাতির ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দেয়ার প্রতিবাদে ও সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে খাগড়াছড়িতে বিকাল ৪টায় স্বনির্ভরস্থ ইউপিডিএফ-এর কার্যালয়ের সামনে এক বিােভ সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এতে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কণিকা দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা প্রমুখ৷ পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি রিকো চাকমা সমাবেশ পরিচালনা করেন

সচিব চাকমা তার বক্তব্যে বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাসের পর সরকার দেশের সংখ্যালঘু জাতিসমূহের জাতিগত পরিচয় মুছে দেয়ার চেষ্টা করছে৷ এ বিল পাসের ফলে সংখ্যালঘু জাতিগুলোর জাতি হিসেবে পরিচয় দেয়ার অধিকার কেড়ে নেয়া হয়েছে৷ কাজেই আমরা এ ধরনের চাপিয়ে দেয়া বাঙালি জাতীয়তা কিছুতেই মেনে নিতে পারি না৷ আমরা আমাদের নিজস্ব জাতিগত পরিচয়ের স্বীকৃতি চাই

তিনি পার্বত্য তিন এমপির কড়া সমালোচনা করে বলেন, “তারা ব্যক্তিগত স্বার্থকে জাতীয় স্বার্থের উধের্্ব স্থান দিয়ে ওই কালো দলিলে স্বার করে ইতিহাসে চিরদিনের জন্য কলঙ্কিত হয়ে থাকবেন৷ এ জন্য পার্বত্য চট্টগ্রামের জনগণ তাদের কোন দিন মা করবে না

সমাবেশে বক্তারা অবিলম্বে পঞ্চদশ সংশোধনী বাতিল করে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণসহ দেশের সংখ্যালঘু জাতিসমূহকে তাদের ন্যায্য অধিকার দেয়ার দাবি জানান৷ তারা বলেন, “আমাদের জাতীয় পরিচিতি বিলুপ্ত করে দেয়ার অধিকার কারোর নেই

উল্লেখ্য যে, সমাবেশটি মহাজন পাড়ার সুর্যশিখা কাবের মাঠে হওয়ার কথা থাকলেও পুলিশ সেখানে সমাবেশ করতে বাধা প্রদান করে৷ এছাড়া পুলিশ কোন প্রকার মিছিল করা যাবে না বলে জানিয়ে দেয়৷ এরপরও বিভিন্ন জায়গা থেকে ৫ শতাধিক লোকজন সমাবেশ অংশগ্রহণ করেন

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি খবংপুড়িয়া, উপালী পাড়া ও নারাঙখিয়া ঘুরে আবার স্বনির্ভর বাজারে গিয়ে শেষ হয়

পানছড়ি:পানছড়িতে বেলা ২টায় কলেজ গেট এলাকা থেকে এক বিােভ মিছিল শুরু হয়৷ মিছিলটি পানছড়ি বাজারের গোলকপতিমা ছড়া ব্রিজ পার হলে পুলিশ সেখানে ব্যারিকেড দেয়৷ এ সময় পুলিশের সাথে মিছিলকারীদের কিছুটাধস্তাধস্তি হয়৷ এরপর মিছিলটি সেখান থেকে ফিরে কলাবাগানে গিয়ে এক সমাবেশে মিলিত হয়৷ এতে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অর্পন চাকমা, পানছড়ি উপজেলা শাখার সভাপতি নিকোলাস চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সহসভাপতি চন্দ্রদেব চাকমা

সমাবেশ শেষে মিছিলে অংশগ্রহণকারীরা নাস্তা-পানি খাওয়ার জন্য স্থানীয় বৌদ্ধ মন্দিরে গেলে সেখানে ২ গাড়ি আর্মি গিয়ে অতর্কিতে তাদের উপর হামলা চালায়৷ আর্মিরা তাদেরকে লাঠিপেটা করে৷ এ সময় কমপক্ষে ৭ জন স্কুল ছাত্র আহত হয়৷ আহতদের মধ্যে নালকাটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র কাজল ময় চাকমা, পানছড়ি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র এলিন চাকমা ও পানছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মেমরি চাকমার নাম জানা গেছে

দিঘীনালা:দিঘীনালায় বিকাল ২:৪০টায় মাস্টার পাড়াস্থ ইউপিডিএফ-এর কার্যালয়ের সামনে থেকে এক বিােভ মিছিল বের করা হয়৷ মিছিলটি উপজেলা সদর, বাস স্টেশন ঘুরে লারমা স্কোয়ারে গিয়ে শেষ হয়৷ সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরাম দিঘীনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিলাল চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা উপজেলা শাখার সভাপতি আলো জীবন চাকমা৷ মিছিলে ৫ শতাধিক লোক অংশগ্রহণ করেন৷

মহালছড়ি:মহালছড়িতে দুপুর ১টায় ২৪ মাইল এলাকায় এক বিােভ সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এতে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের মহালছড়ি উপজেলা শাখার সভাপতি সর্বানন্দ চাকমা৷ অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ঊষাময় চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের মাইছড়ি ইউপি শাখার সভাপতি ম্যাজিক চাকমা৷ সমাবেশ শেষে একটি মিছিল বের করতে চাইলে পুলিশ মিছিল বের করতে দেয়নি৷

উল্লেখ্য যে, আজ সকালে মহালছড়ি কলেজ, ২৪ মাইল ও কেঙেলছড়ি এলাকায় পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে টাঙানো পোস্টার সেনাবাহিনী ছিড়ে দেয়৷

মানিকছড়ি:খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে দুপুর সাড়ে ১২টায় মানিকছড়ি কলেজ মাঠে ও হাতিমুড়ায় পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ মানিকছড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে ইউপিডিএফ-এর মানিকছড়ি ইউনিটের সংগঠক প্রশান্ত ত্রিপুরা বক্তব্য রাখেন৷ অন্যদিকে হাতিমুড়ায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ক্যহলাচিং মারমা ও গণতান্ত্রিক যুব ফোরামের মানিকছড়ি থানা শাখার আহ্বায়ক আপ্রু মারমা৷

গুইমারা:গুইমারা রামেসু বাজার থেকে বিকাল সোয়া ৪টায় এক বিােভ মিছিল বের করা হয়৷ মিছিলটি গুইমারা বাজারের দিকে যেতে চাইলে পুলিশ মাঝপথে আটকিয়ে দেয়৷ পরে মিছিলটি পুনরায় রামেসু বাজারের বটতলায় গিয়ে শেষ হয়৷ সেখানে অনুষ্ঠিত সংপ্তি সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা, গুইমারা থানা শাখার সদস্য মিঠুন চাকমা ও গুইমারা উচ্চ বিদ্যালয় শাখার আহ্বায়ক চিত্রজ্যোতি চাকমা

নান্যাচর:সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল ও সংখ্যালঘু জাতিসমূহের ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দেয়ার প্রতিবাদে রাঙামাটি জেলার নান্যাচরে বিশাল বিােভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে৷ আজ সকাল ১১টায় নান্যাচর উপজেলা সদরের রেস্ট হাউজ মাঠে মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান কুমেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি বিলাস চাকমা,গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর উপজেলা শাখার সভাপতি প্রিয়লাল চাকমা, সাবেং ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান অনাদি রঞ্জন চাকমা, ৩নং বুড়িঘাট ইউনিয়নের সংরতি মহিলা আসনের মেম্বার কল্পনা চাকমা, ২নং নান্যাচর ইউনিয়নের মেম্বার সেন্ট্রু চাকমা, নান্যাচর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক অংগ্যদয় চাকমা, বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক অর্পন চাকমা ও যুব সমাজের প্রতিনিধি তনমনি চাকমা প্রমুখ৷ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের নান্যাচর থানা শাখার সাধারণ সম্পাদক রিপন চাকমা ও সমাবেশ পরিচালনা করেন নান্যাচর কলেজ শাখার সাধারণ সম্পাদক অনিল চাকমা৷ সমাবেশে তিন সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন

বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার দেশের সংখ্যালঘু জাতিসমূহের ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়ে উগ্র জাতীয়তাবাদী মানসিকতার প্রতিফলন ঘটিয়েছে৷ জোর করে চাপিয়ে দেয়া বাঙালি জাতীয়তাবাদ আমরা কিছুতেই মেনে নেবো না৷ আমাদেরকে জোর করে বাঙালি বানানো যাবে না৷ সরকারকে অবিলম্বে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সংখ্যালঘু জাতিসমূহকে নিজস্ব জাতীয় পরিচয়ে স্বীকৃতি দিতে হবে

সমাবেশ শেষে এক বিশাল মিছিল নান্যাচর বাজার প্রদক্ষিণ করে আবার রেস্ট হাউস মাঠে এসে শেষ হয়

কাউখালী:কাউখালী উপজেলার কচুখালীর ইউপিডিএফ-এর কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয় বিকাল ৪টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি কাউখালী উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করে আবার কচুখালীতে গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কাউখালী উপজেলা শাখার আহ্বায়ক সুমেন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কাউখালী উপজেলা শাখার সদস্য রূপন চাকমা, ফটিকছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ঊষামং মারমা ও ডাব্বোয়া উপর পাড়া গ্রামের কার্বারী হরিপ্রু মারমা

কুদুকছড়ি :রাঙামাটি জেলার কুদুকছড়িতে বিকাল ৩টায় বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বেরকরা হয় মিছিলটি কুদুকছড়ি বাজার প্রদক্ষিণ করে আবার মহাপুরম উচ্চবিদ্যালয়ের গেটের সামনে এসে শেষ হয় সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ইউপিডিএফ-এর রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক অলকেশ চাকমা৷ অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন গিলাছড়ি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান অমর জীবন চাকমা, সাপছড়ি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শিমুল বিকাশ চাকমা, কুদুকছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভা রঞ্জন চাকমা, বুড়িঘাট ইউনিয়নের সংরতি মহিলাআসনের মেম্বার কাজলী ত্রিপরা ও কুদুকছড়ি এলাকার বিশিষ্ট মুরুব্বী অমলেন্দু চাকমা৷ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার দপ্তর সম্পাদক তাপুমনি চাকমা ও উপস্থাপনা করেন পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাবলু চাকমা৷ সমাবেশ ও মিছিলে সহস্রাধিক লোক অংশহগ্রহণ করেন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More