সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে ২০ জুলাই বান্দরবানে পূর্ণ দিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউপিডিএফ

0

সিএইচটি নিউজ বাংলা, ১৭ জুলাই ২০১১

সংখ্যালঘু জাতিসমূহের ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দেয়ার প্রতিবাদে এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) আগামী ২০ জুলাই বুধবার বান্দরবান জেলাব্যাপী পূর্ণ দিবস শান্তিপূর্ণ সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। ইউপিডিএফ-এর বান্দরবান জেলা ইউনিটের প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিক্রম তঞ্চঙ্গ্যার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

ইতিপূর্বে একই দাবিতে ইউপিডিএফ-এর পক্ষ থেকে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আগামী ২০ ও ২১ জুলাই সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়া হয়েছিল৷ উক্ত কর্মসূচীর সাথে তাল রেখে বান্দরবান জেলায়ও অবরোধের ঘোষণা দেয়া হলো৷ তবে বান্দরবানে কেবল একদিন অর্থাত্‍ ২০ জুলাই অবরোধ চলবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইউপিডিএফ বান্দরবান ইউনিট উক্ত কর্মসূচী সফল করতে জেলার সকল পরিবহন (ট্রাক, বাস, মিনিবাস, জিপ, সিএনজি ইত্যাদি) মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সংগঠনসহ পাহাড়ি-বাঙালি সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছে৷

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More