সন্তু লারমার খাগড়াছড়িতে আগমনের প্রতিবাদে দুলা মিছিল অনুষ্ঠিত

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
আগামীকাল সন্তু লারমার খাগড়াছড়িতে আগমনের প্রতিবাদে আজ ২৫ ডিসেম্বর শনিবার দালালের প্রতীক দুলা সহকারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছেবেলা ১:৩০টায় গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি জেলা সদরের মহাজনপাড়া থেকে শুরু হয়ে স্বনির্ভরে এসে শেষ হয়| এতে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখা অর্থ সম্পাদক নিকোলাস চাকমা ও সদর থানা শাখার অর্থ সম্পাদক তপন চাকমা

বক্তারা সন্তু লারমাকে জাতীয় বেঈমান, সরকারের দালাল, গৃহযুদ্ধের জন্মদাতা ও খুনী আখ্যায়িত করে বলেন, সন্তু লারমা পার্বত্য চট্টগ্রামে একটি কলঙ্কজনক নাg| পার্বত্য চট্টগ্রামের আন্দোলনকে ধ্বংস করতে তিনি মরিয়া হয়ে উঠেছেনপার্বত্য চট্টগ্রামের জনগণের ভাগ্যকে বিকিয়ে দিয়ে বর্তমানে আঞ্চলিক পরিষদের গদিতে বসে তিনি পার্বত্য চট্টগ্রামের জনগণের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন

বক্তারা সন্তু লারামকে খাগড়াছড়িতে না আসর পরামর্শ দিয়ে বলেন, আপনার কলঙ্ক মুখ পার্বত্যবাসী তথা আন্দোলনের পবিত্রভূমি খাগড়াছড়িবাসী দেখতে প্রস্তুত নয়

বক্তারা চাবাই মারমা ও চন্দ্র শেখর চাকমার হত্যার দায়ে সন্তু লারমার বিচার দাবি করেন এবং অবিলম্বে আঞ্চলিক পরিষদ থেকে পদত্যাগ করে জনগণের কাতারে এসে আন্দোলনে সামিল হওয়ার জন্য সন্তু লারমার প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য যে, পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির সভায় যোগ দিতে আগামীকাল ২৬ ডিসেম্বর সন্তু লারমার খাগড়াছড়িতে আসার কথা রয়েছে। খাগড়াছড়ি সার্কিট হাউজে বিকাল ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More