সরকার পাঞ্জাবি শাসকগোষ্ঠীর পদাঙ্ক অনুসরণ করে দেশ শাসন করছে : প্রসিত খীসা

0

নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম
পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সভাপতি প্রসিত খীসা বলেছেন সরকার পাঞ্জাবী শাসকগোষ্ঠীর পদাঙ্ক অনুসরণ করে দেশ শাসন করছে।  ইউপিডিএফ প্রতিষ্ঠার ১৪ বছর পূর্তিতে আজ ২৪ ডিসেম্বর সোমবার সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রদত্ত বিবৃতিতে প্রসিত খীসা পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে পাহাড়ি জনগণের ন্যায্য সংগ্রামের পাশে দাঁড়াতে দেশের সকল গণতান্ত্রিক সংগঠন ও ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানিয়েছেন
বিবৃতিতে ইউপিডিএফ নেতা ক্ষমতাসীন সরকারকে পাঞ্জাবি শাসকগোষ্ঠীর সাথে তুলনা করেন এবং সরকারের দ্বৈত নীতির তীব্র সমালোচনা করে বলেন, ‘স্বাধীনতা সপক্ষের শক্তি বলে জাহির করলেও বাস্তবত ক্ষমতাসীন সরকার পাঞ্জাবি শাসকগোষ্ঠীর পদাঙ্ক অনুসরণ করে দেশ শাসন করছেসরকার একদিকে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসন, দুর্নীতি-কেলেঙ্কারিসহ দেশের মূল সমস্যা আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে এবং অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে জারি রেখেছে অপারেশন উত্তরণের নামে সেনা শাসন এবং পাহাড়িসহ ভিন্ন জাতিসত্তাসমূহের ওপর চাপিয়ে দিয়েছে বাঙালি জাতীয়তা
রাঙামাটি-রামুসহ বিভিন্ন জায়গায় জাতিগত ও সাম্প্রদায়িক হামলায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপি-জামাতভুক্ত দলের লোকজন প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগ করে তিনি আরো বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে মানবতাবিরোধী খুনী আল বদর-রাজাকারের ভূমিকায় অবতীর্ণ পাহাড়ি জনগণের চিহ্নিত দুশমন সন্তু গ্রুপকে সরকার খোলাখুলি মদদ দিয়ে যাচ্ছে
বিবৃতিতে ইউপিডিএফ নেতা দেশে একটি প্রকৃত গণতান্ত্রিক সংবিধান ও জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে পাহাড়-সমতলে নিপীড়ত মানুষের সংগ্রামী মৈত্রী গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন
উল্লেখ্য, ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর এক পার্টি প্রস্তুতি সম্মেলনের মধ্য দিয়ে ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গঠিত হয়েছিলপ্রতিষ্ঠার পর পরই এ দলের ওপর সরকারের নির্যাতনের স্টিম রোলার নেমে আসেবহু নেতা-কর্মী গ্রেফতার, নিমর্ম নিপীড়নের শিকার ও শহীদ হয়েছে এবং এখনও বিনা বিচারে কারাগারে আটক রয়েছে অনেকেপার্বত্য চট্টগ্রামের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের পাশাপাশি ইউপিডিএফ সমতলের সংখ্যালঘু জাতি তথা দেশের আপামর জনগণের ভাগ্য পরিবর্তনের লড়াইয়ে নিয়োজিত রয়েছে
প্রতিষ্ঠা বার্ষিকীর তাৎপর্য তুলে ধরে পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থানে গণসমাবেশ, শিশু  র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে বলে ইউপিডিএফের প্রেস সেকশানে দায়িত্বরত নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

………………

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More