সাঁন্তাল পল্লীতে অগ্নিসংযোগে জড়িত গাইবান্ধার পুলিশ সুপারকে খাগড়াছড়িতে বদলি

0

Gobindaganja

ডেস্ক রিপোর্ট।। গোবিন্দগঞ্জে সাঁন্তাল পল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত গাইবান্ধার পুলিশ সুপার(এসপি) মো. আশরাফুল ইসলামকে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক হিসেবে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

এর আগে, গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁন্তাল পল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় জেলার এসপিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে ঘটনস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে আদেশ দিয়েছেন আদালত। গত ৭ ফেব্রুয়ারি বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের বেঞ্চ এই নির্দেশ দিয়েছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের অধিশাখা- ১ থেকে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপ সচিব মো. ইলিয়াস হোসেন।

উল্লেখ্য, গত বছরের ৬ নভেম্বর ২০১৬ গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের সহযোগীতায় চিনিকল কর্তৃপক্ষ সাঁন্তাল পল্লীতে হামলা চালায় ও তাদের নিজ বসতভিটা থেকে উচ্ছেদ করে। এই ঘটনায় তিন জন সাঁন্তাল নিহত ও অন্তত ৩০ জন আহত হন। এ হামলার ঘটনায় বিভিন্ন সময়ে আইন ও সালিশ কেন্দ্র এবং সাঁন্তালরা হাইকোর্টে তিনটি পৃথক রিট আবেদন করে। এর প্রেক্ষিতে হাইকোর্ট পুলিশ সুপারকে প্রত্যাহারের এই নির্দেশ দেন।

তথ্যসূত্র : বাংলা ট্রিবিউন
————————

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More