সাংবাদিক সম্মেলনে ম্রো অধিবাসীদের অভিযোগ রূপসী পাড়ার ভূমিদস্যুরা মুরুংদের উচ্ছেদের পাঁয়তারা করছে

0

বান্দরবান প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম

Mroনাইক্ষ্যং মৌজাই আমাদের পৃথিবী। এখানে বসবাসকারী ম্রো সম্প্রদায়ের এমন অনেকে আছে যারা এখনো লামা বাজার পর্যন্ত দেখেনি। দুর্গম পাহাড়ি এলাকা আবাদ করে বাপ দাদার আমল থেকে বংশ পরম্পরায় আমরা এখানে বসবাস করে আসছি। অথচ সম্প্রতি উপজেলার রূপসী পাড়া এলাকার একটি সংঘবদ্ধ ভূমিদস্যু আমাদের দখলীয় জমির গাছ-পালা কেটে নিয়ে যাচ্ছে এবং এ মৌজায় বসবাসকারী ৬টি পাড়ার প্রায় ২১৯ টি ম্রো পরিবারকে তাদের ভূমি থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে। গত ৯ অক্টোবর ২০১০ সন্ধ্যায় লামা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে এভাবেই অভিযোগ করেন উপজেলার নাইক্ষ্যং মৌজার হেডম্যান চমপুং ম্রো।

উপজেলার ২৯৬ নং নাইক্ষ্যং মৌজার হেডম্যান চুমপুং ম্রো’র উপস্থিতিতে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কাইন প্রা কারবারি এসময় লিখিত বক্তব্যে অভিযোগ করে জানিয়েছেন, ২৯৬ নং নাইক্ষ্যং মৌজায় ৯০ ভাগ জায়গা সরকারি তৌজিতে খাস রূপসীপাড়া ইউনিয়ন থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নাইক্ষ্যং মৌজার গহীন জঙ্গলে ম্রো সম্প্রদায়ের ২১৯ পরিবার লোক বংশানুক্রমে বসবাস করে আসছে ম্রোরা শিক্ষায় পিঁছিয়ে, তাই ভূমির কাগজপত্র তৈরির নিয়মকানুন তাদের জানা নেই ২১৯ পরিবার লোক প্রায় ১১শ একর পাহাড়ি জমিতে জুম চাষসহ বিভিন্ন ফলজ, বনজ বাগান সৃজন করে ভোগ দখলে আছেন এসব জমি কিছু তাদের বাপ-দাদার নামে বন্দোবস্তি রয়েছে এছাড়া অবশিষ্ট জমি তারা হেডম্যান রিপোর্ট নিয়ে ইতিমধ্যে বন্দোবস্তি পাওয়ার আবেদন করেছেন চুমপুং হেডম্যান লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেছেন, ২১৯ পরিবার ম্রো সম্প্রদায়ের ভোগদখলীয় জায়গা রূপসী পাড়া এলাকার জনৈক জাহিদুল মাস্টার এবং আব্দুর রশিদ শেখের নেতৃত্বে একটি সংঘবদ্ধ ভূমিদস্যু চক্র রাতারাতি জবর দখল করে তথায় বাড়িঘর তৈরি পূর্বক বাগান বাড়ি জবর দখল করছেন জবর দখলে বাধা দেয়ায় তাদের গৃহপালিত গরু, ছাগল দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হচ্ছে এবং ম্রো লোকজনকে তাদের ভোগ দখলীয় জায়গায় না যাওয়ার জন্য ভুমিদস্যুরা নির্দেশ দিয়েছেন ভূমিদস্যুদের অধিকাংশই নিজেদেরকে সরকার দলীয় লোক দাবি করছেন ভূমিদস্যুদের জবর দখলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্থানীয় প্রশাসনসহ প্রধানমন্ত্রীর দপ্তরেও অভিযোগ জানানো হয়েছে চিহ্নিত এ সকল ভূমিদস্যুগণ ভোগদখলীয় খাস জায়গায় জুম চাষসহ বাগান সৃজনের কাজে গেলেও বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেছেন সাংবাদিকদের জিজ্ঞাসায় রুপসী পাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার কাইওয়াং ম্রো জানিয়েছেন, ইতিমধ্যে ভূমিদস্যুরা ৪৫ পরিবারকে সম্পূর্ণ উচ্ছেদ করেছে এবং আরো ১৭৪ পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা করছে সাংবাদিক সম্মেলনে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালু ম্রো, কাইনথম ম্রো, পেখেয়াং ম্রো ও কানপা ম্রো প্রমুখ ম্রো অধিবাসীগণ জবর দখলকারীদের হাত থেকে তাদের রক্ষা করার জন্য সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কার্যকরী হস্তক্ষেপ কামনা করেছেন তিনি বলেন, ম্রো অধিবাসীগণ হেডম্যান থেকে রিপোর্ট নিয়ে এসকল খাস ভূমি বন্দোবস্তি পাওয়ার জন্য আবেদন করেছেন

সূত্র : দৈনিক আজাদী, ১১ অক্টোবর ২০১০

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More