সাঙ্গু ও মাতামুহুরী নদীতে দু’টি পানি বিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছে সরকার

0

hydroelectric-power-planডেস্ক রিপোর্ট।। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর উপর দু’টি পানি বিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছে সরকার।  গত ১৮ অক্টোবর  ২০১৬  Ministry of Power, Energy & Mineral Resources, Bangladesh-এর অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

পানি বিদ্যুৎকেন্দ্রের জন্য সাঙ্গু ও মাতামুহুরী নদীতে দু’টি স্থান সনাক্ত করা হয়েছে উল্লেখ করে এতে বলা হয়, “পানি বিদ্যুৎ বর্তমান সময়ে নবায়নযোগ্য জ্বালানির একটি গুরুত্বপূর্ণ উৎস। পানি বিদ্যুতের মাধ্যমে বৈশ্বিক ক্ষমতা ১০০০ গিগাওয়াটে পৌঁছেছে। বাংলাদেশে বর্তমানে একমাত্র কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র স্থাপিত আছে যার বর্তমান ক্ষমতা ২৩০ মেগাওয়াট। বড় ধরণের পানি বিদ্যুৎকেন্দ্রের জন্য সাঙ্গু (১৪০ মে. ওয়াট) এবং মাতামুহুরীতে (৭৫ মে.ওয়াট) দুইটি স্থান সনাক্ত করেছে। আরও কয়েকটি সমীক্ষার মাধ্যমে কয়েকটি স্থান সনাক্ত করা হয়েছে যার সম্ভাবনা ১০ কি.ওয়াট থেকে ৫ মে.ওয়াট।”

এর আগে গত ১১ সেপ্টেম্বর ২০১৬ একই পেজে সাঙ্গু ও মাতামুহুরিতে নতুন হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার স্টেশন তৈরির ঘোষণা দিয়ে বলা হয়, “সাঙ্গু ও মাতামুহুরিতে নতুন হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার স্টেশন তৈরি হচ্ছে। এটি পর্যায়ক্রমে ১শ’৪০ মেগাওয়াট এবং ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে।”

নীচে লিঙ্ক দেওয়া হলো:
https://www.facebook.com/MPEMR/photos/a.1256988764338028.1073741828.1251695888200649/1295758840461020/?type=3

https://www.facebook.com/MPEMR/photos/a.1256988764338028.1073741828.1251695888200649/1265818643455040/?type=3&theater

——————-

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More