ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে

সাজেকে আবারো এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ, সংঘাত বন্ধের দাবি

0

সাজেক প্রতিনিধি ।। রাঙামাটির সাজেকে এলাকাবাসী আবারো ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় সাজেক ইউনিয়নের ওজ্জ্যাংছড়ি এলাকায় তারা এ সমাবেশ করেন। এর আগে গতকাল রবিবার একই ইস্যুতে ৮নং পাড়া এলাকাবাসী সমাবেশ করেছিল।

আজকের সমাবেশে এলাকাবাসীর পক্ষ থেকে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করে রাজনৈতিক ঐক্য স্থাপনের জন্য আঞ্চলিক দলগুলোর কাছে দাবি জানানো হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন মহিন্দ্র লাল ত্রিপুরা(মেহেন। বনবিহারী চাকমার সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন জ্ঞান চাকমা, হীরানন্দ ত্রিপুরা, অমিরণ ত্রিপুরা এবং স্নেহ কুমার চাকমা প্রমুখ।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘাতের কারণে অনেক ভাই হারিয়েছি। অনেক মা-বোন হয়েছেন বিধবা। অনেকে পিতা হারা, পুত্র হারা হয়েছেন। আর এই সংঘাতের সুযোগকে কাজে লাগিয়ে শাসকগোষ্ঠীর চক্রান্তে চলছে ভূমি বেদখল, নারী নির্যাতনসহ নানা নিপীড়নের ঘটনা।

তারা বলেন, সংঘাতের কারণে জুম্মজগণ হতাশ হয়ে পড়ছেন। সুতরাং জনগণের জন্য অধিকার প্রতিষ্ঠা করতে হলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন বিকল্প নেই। নিজেদের মধ্যে সংঘাতে জড়িত থাকলে কখনো অধিকার আদায় করা যাবে না।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More