সাজেকে দুই শতাধিক পরিবারকে বিনামূল্যে ফলজ চারা বিতরণ করেছে ইউপিডিএফ

0

সিএইচটিনিউজ.কম
Sajekসাজেক প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ১৪টি গ্রামের দুই শতাধিক পরিবারকে বিনামূল্যে ফলজ চারা বিতরণ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)। আজ ৩১ মে সকালে এসব চারা বিরতণ করা হয়।

বিতরণ করা ফলজ চারাগুলোর মধ্যে রয়েছে আম, লিচু, বেল ও কুসুমগুলো(লটকন)।

যেসব গ্রামে চারা বিতরণ করা হয় সেগুলো হচ্ছে- গঙ্গারাম দোর, সুরুংনালা, নাঙ্গলমারা, উলুছড়া, রামছড়া, এগুজ্জেছড়ি, রেতকাবা, হাজাছড়া, ভেতর রেতকাবা, ডানে বাইবা ছড়া, বামে বাইবা ছড়া, নোয়াপাড়া, গোলকমা ছড়া ও ডিপু পাড়া।

ফলজ চারা বিতরণকালে সাজেক নারী সমাজের সভাপতি নিরূপা চাকমা সহ ইউপিডিএফের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
—————-

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More