সাজেকে সেনাবাহিনী কর্তৃক ‘ফুল বারেঙ বোইও বা’র উদ্যোগে ২০২২ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বাধাদানের নিন্দা ও প্রতিবাদ পিসিপি’র

0

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৬ জানুয়ারি ২০২৩

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর রাঙামাটি জেলা শাখার সভাপতি নিকন চাকমা ও সাধারণ সম্পাদক তনুময় চাকমা আজ শুক্রবার ৬ জানুয়ারি ২০২৩ এক যুক্ত বিবৃতিতে সাজেকে “ফুল বারেঙ বোইও বা’ নামে স্থানীয় একটি পাঠাগারের উদ্যোগে ২০২২ সালে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বাধাদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃদ্বয় উদ্বেগ প্রকাশ করে বলেন, আজ ৬ জানুয়ারি ২০২৩ ফুল বারেঙ বোইও বা’ ২০২২ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করলে গতকাল (৫ জানুয়ারি) আয়োজকদের বাঘাইহাট সেনা জোনে ডেকে জোনের টু-আইসি মেজর তৌহিদ অনুষ্ঠান বাতিল করার নির্দেশ প্রদান করেন এবং ফুল বারেঙ বোইও বা’র প্রতিনিধিদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি অনুষ্ঠান বাতিলের খবরটি মিডিয়ায় প্রচার না করারও নির্দেশ দেন। ফলে আয়োজকরা সংবর্ধনা অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হয়েছেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের সংবিধানে সকল নাগরিকের সভা-সমাবেশ করার অধিকার নিশ্চিত করা হয়েছে। কিন্তু সাজেকের মত অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের মনোবল বাড়ানোর লক্ষ্যে সামাজিক সংগঠন ‘ফুল বারেঙ বোইও বা’ পাঠাগারের আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনীর বাধাদান গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের ওপর চরম আঘাত। এতেই প্রমান হয় যে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী এক ভয়ের রাজত্ব কায়েম করে রেখেছে।

নেতৃদ্বয় অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে অন্যায় সেনা হস্তক্ষেপ বন্ধ করে পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির দাবি জানান। (প্রেস বিজ্ঞপ্তি)।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More