সাজেকে সেনা-সেটলার হামলার ২ বছরপূর্তি আজ

0

নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সেনা-সেটলার হামলার ২ বছর পূর্ণ হলো আজ২০১০ সালের ১৯-২০ ফেব্রয়ারি সেনা-সেটলাররা যৌথভাবে সাজেকে বসবাসরত পাহাড়িদের উপর হামলা চালায়এতে ১১টি পাহাড়ি গ্রামে প্রায় ৫০০ ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয় এবং বুদ্ধপতি চাকমা ও লক্ষ্মী বিজয় চাকমাকে সেনারা গুলি করে হত্যা করেএছাড়া আরো অনেকে আহত হন

এ হামলার পর থেকে পাহাড়িরা এখনো মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেনহামলার ২ বছর অতিক্রান্ত হলেও হামলাকারী সেনাসেটলারদের বিরুদ্ধে এখনো কোন শাস্তির ব্যবস্থা করা হয়নিউপরন্তু বিভিন্নভাবে সেনা-সেটলার কর্তৃক নিপীড়ন ও হয়রানির শিকার হচ্ছেন পাহাড়িরা

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More