সান্তাল কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত ফাদার প্রদীপ গ্রেগরির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

0

রাজশাহী।। তানোরের মুন্ডুমালা গির্জায় ৩ দিন আটকে রেখে আদিবাসী সান্তাল কিশোরীকে ধর্ষণকারী ফাদার প্রদীপ গ্রেগরীর সর্বোচ্চ শাস্তি এবং জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র পরিষদ।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২০) সকাল ১১টায় রাজশাহী সাহেব বাজারের রাজশাহী প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, রাজশাহী কলেজ কমিটির সভাপতি সাবিত্রী হেমব্রম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার মাহাতো, দিলিপ পাহান, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়াড়, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, গোদাগাড়ী  উপুজেলা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম, কেন্দ্রীয় সদস্য বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা সভাপতি উপেন রবিদাস।

হতি জানিয়ে বক্তব্য রাখেন, রাজশাহীর বিশিষ্ট সাংবাদিক ও মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফোকলোর ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক, ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলা সভাপতি শাহাজাহান আলি বরজাহান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির আহবায়ক রিদম শাহরিয়ার, ছাত্র নেতা তামিম সিরাজী।

মানববন্ধনে বক্তারা গত ২৬ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিন ধরে মুন্ডুমালা গির্জায় কিশোরীকে আটক রেখে ধর্ষণকারী ফাদার প্রদীপ গ্রেগরীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

একই সাথে মুন্ডুমালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমেল মার্ডিকে উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে তারা বলেন, কামেল মার্ডির প্রত্যক্ষ সহযোগীতায় ধর্ষণকারী ফাদার প্রদীপ গ্রেগরী ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়। তিনি সালিশ করে বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন।

বক্তারা ভুক্তভোগী কিশোরীর এবং তার পরিবারের নিরাপত্তারও দাবি জানান।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More