সুবলঙে সন্তু গ্রুপ কর্তৃক এক নিরীহ গ্রামবাসী অপহৃত

0

রাঙামাটি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
রাঙামাটি জেলার বরকল উপজেলাধীন সুবলঙ ইউনিয়নের পানছড়ি মোন-অ আদাম থেকে কলিন্দু চাকমা (৩৮) নামে এক নিরীহ গ্রামবাসী সন্তু গ্রুপের সশস্ত্র সদস্য কর্তৃক অপহৃত হয়েছেন বলে খবর পাওয়া গেছেতার পিতার নাম হরিকমল চাকমাআজ ২৮ নভেম্বর, বুধবার দুপুর বারটার দিকে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, জনসংহতি সমিতির সন্তু লারমা গ্রুপের কমান্ডার জঙ্গীর নেতৃত্বে একদল সন্ত্রাসী মোন-অ আদাম গ্রামে হানা দেয়। এ সময় সন্ত্রাসীরা কলিন্দু চাকমাকে নিজ বাড়ি থেকে অপহরণ করেএ সময় তিনি দুপুরের খাবার খাচ্ছিলেন
ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে উক্ত নিরীহ গ্রামবাসীকে অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন
সন্তু লারমাকে সরকারের দালাল আখ্যায়িত করে ইউপিডিএফ নেতা বলেন, সন্তু গ্রুপ চুক্তি বাস্তবায়নের জন্য আন্দোলন না করে ভ্রাতৃঘাতি সংঘাত জিইয়ে রেখেছে ও ইউপিডিএফ-এর কর্মী, সমর্থক ও এমনকি নিরীহ মানুষকে খুন, জখম ও অপহরণ করছে
তিনি জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য সন্তু গ্রুপের গণবিরোধী কার্যক্রম প্রতিহত করার জন্য পার্বত্য জনগণের প্রতি আহ্বান জানান

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More