সুবলঙে ১৩ ব্যক্তিকে অপহরণের অভিযোগ

0
রাঙামাটি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

রাঙামাটির সুবলং ইউনিয়নের চিলেকডাক এলাকা থেকে ১৩ ব্যক্তিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।  অপহৃতরা হলেন: জুরাছড়ি উপজেলারবনযোগীছড়া ইউনিয়নের চকপটিঘাট এলাকার উজ্জ্বলেন্দু চাকমা, রূপম চাকমা, চিল্লো তালুকদার, রেঞ্জার তালুকদার, রমেন চাকমা, সাধন চাকমা, অমর কান্তিচাকমা, এলেন চাকমা, অমরসিং চাকমা ও অজিদত্ত ওরফে কালাইয়ে তবে, কে বা কারা এ অপহরণ ঘটনা ঘটিয়েছে বা সত্যিকার অর্থে অপহরণের কোন ঘটনা ঘটেছে কিনা তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
অভিযোগে জানা যায়, উপরোক্ত ব্যক্তিরা গতকাল রবিবার বিকেল ৩টার দিকে একটি ইঞ্জিন চালিত নৌকায় করে জুরাছড়ির চটপটি ঘাট থেকে রাঙামাটি আসছিলেন। আসার পথে চিলেকডাক নামক স্থানে পৌঁছলে কয়েকজন অজ্ঞাত যুবক তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। কি কারণে তাদেরকে অপহরণ করা হয়ে থাকতে পারে তা জানা যায় নি
এদিকে এলাকাবাসীর সূত্রে আরো জানা গেছে, সুবলঙ বাজার এলাকায় ইউপিডিএফর অবস্থান থাকার কারণে জেএসএস(সন্তু) এলাকার জনগণকে সুবলং বাজারে আসা বন্ধ করে দিয়েছে। ফলে গত ৩ সপ্তাহ ধরে সুবলং বাজার বন্ধ থাকায় এলাকার জনগণ চরম অসুবিধার মধ্যে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More