সেচ্ছায় ভারত প্রত্যাগত শরণার্থীদের পূনর্বাসনের দাবীতে দিঘীনালায় মানব বন্ধন ও সমাবেশ

0

দিঘীনালা প্রতিনিধি,
সিএইচটিনিউজ.কম

সেচ্ছায় ভারত প্রত্যাগত শরনার্থীদের পূর্নবাসনের দাবীতে খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার বড়াদম এলাকায় মানব বন্ধন ও সমাবেশ করেছে বঞ্চিত শরনার্থীরা। আজ রবিবার(১ ডিসেম্বর) দুপুরে এক ঘন্টার মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়ার পর বড়াদম উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে যোগ দেয়।

জানা যায়, ১৯৮৬ সালে পার্বত্য জেলার বিরাজমান পরিস্থিতির কারণে প্রত্যাগত এ শরনার্থী স্বপরিবার গুলো ভারতের ত্রিপুরা রাজ্যে আশ্রয় নেয়। পরে সেখানে অভাব অনটন এবং সর্বোপরি মাতৃভূমির টানে সবার আগে ১৯৯৩ সালে স্বদেশের মাটিতে ফিরে আসে। ভারতের আগরতলায় ১৯৯৭ সালের ৯ মার্চ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির মধ্যে স্বাক্ষরিত ২০ দফা প্যাকেজ চুক্তির মধ্যে এসব পরিবারের নাম থাকলেও চুক্তি অনুযায়ী সরকারী সুবিধা না পেয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। এসব পরিবার গুলোর মধ্যে দিঘীনালায় ৩৮২৫ পরিবার, খাগড়াছড়ি সদর উপজেলায় ১২০০ পরিবার, পানছড়ি ৭১৩৮পরিবার,মাটিরাঙ্গায় ৮৫১পরিবার, রামগড় ৯০৫পরিবার এবং রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় ৩৭২ পরিবার রয়েছে। সরকারের সাথে ২০ দফা প্যাকেজ চুক্তির আলোকে এসব পরিবারগুলোর পূর্নবাসনের দাবি উঠে।

সেচ্ছায় ভারত প্রত্যাগত শরনার্থীদের পূর্নবাসনের দাবীতে মানবন্ধন কর্মসূচি শেষে উপজেলার বড়াদম উচ্চ বিদ্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দীপুলাক্ষ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ধর্ম্মবীর চাকমা। সমাবেশে আরো বক্তব্য রাখেন, সমাজ সেবক নব কমল চাকমা, সেচ্ছায় ভারত প্রত্যাগত বঞ্চিত শরনার্থী কল্যাণ সমিতির সহ সভাপতি শতরুপা চাকমা, সাধারন সম্পাদক সুপ্রিয় চাকমা প্রমুখ।

সমাবেশে বক্তরা সরকার এবং শরণার্থীদের মধ্যে স্বাক্ষরিত ২০ দফা প্যাকেজ চুক্তির আওতায় বঞ্চিত শরনার্থী পরিবার গুলোকে পূর্নবাসনের দাবী জানান।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More