সেনাবাহিনী কর্তৃক নান্যাচরে এক এসএসসি পরীক্ষার্থীকে মারধর

0

নান্যাচর : রাঙ্গামাটির নান্যাচর উপজেলায় সাবেক্ষ্যং ইউনিয়নের অন্তর্গত বড়পুলপাড়া গ্রামে গত ১৮ নভেম্বর শনিবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে জনৈক এক ক্যাপ্টেনের নেতৃত্বে (নেমপ্লেট ছিল না) সেনাবাহিনীর ২০/২২ জনের একটি দল নিজ বাড়িতে হানা দিয়ে উচ্ছ্বাস চাকমা(১৬), পিতা : সুবিকাশ চাকমা নামে এক এসএসসি পরীক্ষার্থীকে বেদম মারধর করেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে নান্যাচর জোন থেকে দুই জীপ আর্মি বড়পুল পাড়াতে আসে। স্থানীয় দোকানে গাড়ি থামিয়ে সেনাদের একটি অংশ দৌঁড়ে সুবিকাশ চাকমাদের বাড়িতে হানা দেয়। হানা দেয়ার সাথে সাথে উচ্ছ্বসের বাবা সুবিকাশ চাকমা বাড়িতে আছে কিনা জানতে চাই। বাবা বাড়িতে নাই বললে সাথে সাথে উচ্ছ্বাস চাকমাকে বেদম মারধর শুরু করে। মারধরের পরপরই সেনারা দৌঁড়ে চলে আসে।

গোপন এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে বিনিময় চাকমা নামে জনসংহতি সমিতি(এমএন লারমা পন্থী) একাংশের স্থানীয় একজন কর্মী হিসেবে পরিচিত এবং ‘নব্য মুখোশ বাহিনী’র সহযোগী ও সেনাবাহিনীর বিশ্বস্ত চর নান্যাচর জোনে উচ্ছ্বাস চাকমার পিতা সুবিকাশ চাকমার বিরুদ্ধে নব্য ‍মুখোশ সর্দার বর্মাদের সহযোগিতা না দেয়ার অভিযোগ জানায়। এই অভিযোগে সেনাবাহিনী সুবিকাশ চাকমাকে খুঁজতে তাঁর বাড়িতে হানা দেয়।

উক্ত ঘটনার পর সেনাবাহিনীর পাক দলখদারদের কায়দায় এমন ন্যাক্কারজন্য ঘটনায় এলাকায় ক্ষোভ ও নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।
_________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More