সেনা-পুলিশের বাধা সত্বেও সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে ইউপিডিএফের বিক্ষোভ কর্মসূচি পালিত

0
ডেস্ক রিপোর্ট
সিএইটিনিউজ.কম
সেনাবাহিনী, পুলিশ ও সন্তু গ্রুপের বাধাদান সত্বেও আজ ৩০ জুন শনিবার ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভের মধ্য দিয়ে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও ঢাকায় সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাসের প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে
ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনসমূহ উক্ত পঞ্চদশ সংশোধনী বাতিল ও সংখ্যালঘু জাতিসমূহের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়ে এ বর্ষপূর্তি পালন করেএ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বিক্ষোভ মিছিল ও সমাবেশ, হাতে লেখা পোস্টারিং, বিভিন্ন দর্শনীয় স্থানে ব্যানার-ফেস্টুন টাঙানো, কালো পতাকা উত্তোলন ও কালে ব্যাজ ধারণ এবং বিশেষ ভঙ্গিতে দাঁড়িয়ে প্রতিবাদ ইত্যাদি
কর্মসূচী বানচাল করতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি উপজেলায় সেনাবাহিনী ও পুলিশ সমাবেশে বাধা দেয় এবং গাড়ি চলাচল বন্ধ করে দেয়তারা সকল গাড়ির মালিক ও চালকদের গাড়ি না চালানোর নির্দেশ দেয়মহালছড়িতে বিভিন্ন জায়গায় পুলিশ গাড়ি আটকায়ফলে মহালছড়ি থেকে খাগড়াছড়ি সদরে আয়োজিত সমাবেশে যোগ দেয়ার কথা থাকলেও কোন লোক যোগ দিতে পারেনিএছাড়া রাঙামাটির বাঘাইছড়িতে সন্তু গ্রুপ সমাবেশে অংশগ্রহণে জনগণকে বাধা প্রদান করে এবং সমাবেশের গাড়ি লক্ষ্য করে মধ্য বাঘাইছড়ি ও তালুকদার পাড়া নামক দুটি স্থানে দুর থেকে গুলি বর্ষণ করে জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায়
খাগড়াছড়ি সদর : খাগড়াছড়ি জেলা সদরের বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ১১টায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়এতে সভাপতিত্ব করেন ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর খাগড়াছড়ি সদর উপজেলা ইউনিটের সমন্বয়ক কালো প্রিয় চাকমাঅন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকো মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রীনা দেওয়ান ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থুইক্যসিং মারমা, খাগড়াছড়ি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিরাপদ তালুকদার এবং জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সহ সভাপতি অজিত বরণ চাকমাসমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক চরণসিং তঞ্চঙ্গ্যা এবং উপস্থাপনা করেন ইউপিডিফর খাগড়াছড়ি জেলা সংগঠক পুলক চাকমা
সমাবেশ চলাকালে “আমরা বাঙালি নই” “সংবিধানের বিতর্কিত পঞ্চদশ সংশোধনী আইন মানি না-বাতিল কর” “স্ব স্ব জাতির পরিচয়ে বাঁচতে চাই” শ্লোগান বুকে লিখে একদল প্রতিবাদী যুবক খালি গায়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ বহুজাতিক ও বহুভাষিক রাষ্ট্র হওয়া সত্বেও বর্তমান মতাসীন সরকার পঞ্চদশ সংশোধনী বিল পাস করে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সকল ভিন্ন ভিন্ন জাতিসমূহের ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছেএর মধ্যে দিয়ে সরকার বাঙালি ভিন্ন অন্যান্য জাতিসমূহের অস্তিত্বকে ধ্বংস করে দিতে চাইছেপার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণ সহ দেশের ভিন্ন ভাষাভাষী সকল জাতির জনগণ এটা কিছুতেই মেনে নেবে না
বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণকে অতীতেও বাঙালি বানানোর চেষ্টা করা হয়েছেকিন্তু সরকারকে তার খেসারত দিতে হয়েছেসরকারকে এটা মনে রাখতে হবে যে, মতার জোরে, বল প্রয়োগ করে এক জাতিকে অন্য একটি ভিন্ন জাতিতে রূপান্তরিত করা যায় নাপার্বত্য চট্টগ্রামে সুদীর্ঘকাল থেকে বসবাসরত চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, খিয়াং, তঞ্চঙ্গ্যা, চাক, খুমী, লুসাই, পাংখো, সাঁওতাল ও গুর্খা-অহোমী জাতির জনগণকে কখনই বাঙালি বানানো যাবে না
বক্তারা আওয়ামী লীগ সরকারের বাঙালি বানানোর এই ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান
বক্তারা অবিলম্বে সংবিধানের বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিল, সংখ্যালঘু ভিন্ন ভাষাভাষী সকল জাতিসমূহকে স্ব স্ব জাতীয়তার স্বীকৃতি, অবিলম্বে পার্বত্য চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা করার দাবি জানান
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মহিলা কলেজ এলাকা ঘুরে আবার বটতলীতে গিয়ে শেষ হয়
 
দিঘীনালা : খাগড়াছড়ির দিঘীনালায় গণতান্ত্রিক যুব ফোরামের ব্যানারে সকাল ১০টায় ইউপিডিএফ কার্যালয়ের সামনে থেকে একটি বিভ মিছিল শুরু হয়ে থানা বাজার, বাস স্টেশন ঘুরে দিঘীনালা কলেজ গেটে গিয়ে শেষ হয়সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের দিঘীনালা উপজেলা শাখার সহসভাপতি জীবন চাকমাএছাড়া অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর দিঘীনালা ইউনিটের সংগঠক কিশোর চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক রেমিন চাকমা, সাজেক ভূমি র কমিটির আহ্বায়ক জ্ঞানেন্দু বিকাশ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা থানা শাখার সভাপতি রজেন্টু চাকমাগণতান্ত্রিক যুব ফোরামের দিঘীনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলো জীবন চাকমা সমাবেশ ও মিছিল পরিচালনা করেনসমাবেশে বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই হাজার লোক অংশগ্রহণ করেন
মহালছড়ি :খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে দুপুর ১টায় উপজেলার সড়ক ও জনপদ বিভাগের মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়মিছিলটি মহালছড়ি বাজার, উপজেলা পরিষদ এলাকা ঘুরে আবার সড়ক ও জনপদ বিভাগের মাঠে এসে শেষ হয়গণতান্ত্রিক যুব ফোরামের মহালছড়ি উপজেলা শাখার সভাপতি ঊষাময় চাকমার সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর মহালছড়ি উপজেলা ইউনিটের প্রধান সংগঠক অলকেশ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক সর্বানন্দ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের মহালছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা
মাটিরাঙ্গা-গুইমারা-রামগড় :খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গুইমারায় একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেনাবাহিনী ও প্রশাসনের বাধার কারণে সমাবেশ করা সম্ভব হয়নিতবে সকাল ১১টায় রামগড়ের জালিয়া পাড়া মোড়ে আমরা বাঙালি নই, সংবিধানের বিতর্কিত পঞ্চদশ সংশোধনী আইন মানি না-বাতিল কর, স্ব স্ব জাতির পরিচয়ে বাঁচতে চাইশ্লোগান বুকে লিখে খালি গায়ে রাস্তার উপর দাঁড়িয়ে প্রতিবাদ জানানো হয়এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়এতে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য জিকো ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক আপ্রু মারমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা
কুদুকছড়ি,  রাঙামাটি : পঞ্চদশ সংশোধনী পাসের এক বছর পূর্তি উপলে রাঙামাটি জেলার কুদুকছড়িতে আজ সকাল ১১টায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ের মূল প্রবেশ পথের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক ক্যহলাচিং মারমাএতে আরো বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি বিলাস চাকমা ও ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর জীবন চাকমাপাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাবলু চাকমা সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন
সমাবেশ চলাকালে “আমরা বাঙালি নই” “সংবিধানের বিতর্কিত পঞ্চদশ সংশোধনী আইন মানি না-বাতিল কর” “স্ব স্ব জাতির পরিচয়ে বাঁচতে চাই” শ্লোগান বুকে লিখে প্রতিবাদী যুবকেরা খালি গায়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানায়ঘিলাছড়ি ও কুদুকছড়ির ১১টি স্থানে এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কুদুকছড়ি বাজার প্রদক্ষিণ করে
নান্যাচর :রাঙামাটির নান্যাচর উপজেলা সদরের রেস্ট হাউজ মাঠ থেকে সকাল ১১টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর উপজেলা শাখার সভাপতি প্রিয়লাল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের নান্যাচর থানা শাখার সভাপতি ইটন চাকমা, নান্যাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ খীসা, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুশীল জীবন চাকমা, সুশীল সমাজের প্রতিনিধি স্মৃতি প্রকাশ চাকমা ও নৃপেন চাকমাসমাবেশ শেষে রেস্ট হাউজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়মিছিলটি নান্যাচর বাজার প্রদণি করে আবার রেস্ট হাউজ মাঠে এসে শেষ হয়
সমাবেশে আগে উপজেলা সদরে “আমরা বাঙালি নই” “সংবিধানের বিতর্কিত পঞ্চদশ সংশোধনী আইন মানি না-বাতিল কর” “স্ব স্ব জাতির পরিচয়ে বাঁচতে চাই” শ্লোগান বুকে লিখে খালি গায়ে দাঁড়িয়ে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টার মানববন্ধন অনুষ্ঠিত হয়
কাউখালী :রাঙামাটির কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে পোস্টারিং ও বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন টাঙানো হয়এছাড়া বিকাল ২:৩০ টায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের কচুখালী খেলোয়াড় সমিতি মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে কাউখালী স্কুল গেট ঘুরে আবার খেলোয়াড় সমিতি মাঠে এসে শেষ হয়। পাহাড়ি ছাত্র পরিষদের কাউখালী থানা শাখার সাংগঠনিক সম্পাদক স্বপন কান্তি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য রূপন মারমা ও কাউখালী কলেজ কমিটির সদস্য সচিব বিপাসু চাকমা। নিশান চাকমা সমাবেশ পরিচালনা করেন।
বাঘাইছড়ি : রাঙামাটির বাঘাইছড়িতে জেএসএস (সন্তু)-এর বাধা সত্বেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছেসকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাপলা চত্বর ঘুরে আবার উপজেলা মাঠে গিয়ে শেষ হয়সেখানে অনুষ্ঠিত সমাবেশে ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর বাঘাইছড়ি উপজেলা ইউনিটের প্রধান সংগঠক সমশান্তি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর সাজেক ইউনিটের প্রধান সংগঠক দেবদন্ত ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক ইউনিয়ন কমিটির সভাপতি আনন্দ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি থানা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আসেন্টু চাকমা, বঙ্গলতলী ইউনিয় পরিষদের মেম্বার ও জুম্ম জনপ্রতিনিধি সংসদের সদস্য জ্ঞানজিৎ চাকমা এবং বঙ্গলতলী ইউনিয়নের মহিলা মেম্বার শেফালী চাকমা
গতকাল থেকে আজ সকাল পর্যন্ত সন্তু গ্রুপ বাঘাইছড়ির বিভিন্ন গ্রামে জনগণকে সমাবেশে অংশগ্রহণ না করতে নির্দেশ দেয়তাদের বাধার কারণে বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি, লাল্যাঘোনা, লাম্বাছড়া, বটতলা, মুড়োঘোনা ছড়া এলাকার লোকজন সমাবেশে অংশ নিতে পারেনিআজ সকাল সাড়ে ১০টার দিকে সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা বাঘাইছড়ি সদর থেকে দেড় কিলোমিটার দূরে মধ্য বাঘাইছড়ির আর্যপুর বনবিহার এলাকায় এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায়কিন্তু তাদের বাধার মধ্যেও সহস্রাধিক নারী পুরুষ স্বতঃস্ফুর্তভাবে সমাবেশে যোগ দেয়
এদিকে বান্দরবানে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সকল ভিন্ন ভাষাভাষী জাতিসমূহের ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দেয়ার প্রতিবাদে এবং বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে কালো পতাকা উত্তোলন, ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি স্বতঃস্ফুর্তভাবে পালিত হয়েছে
অন্যদিকে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকাল সাড়ে ৩টায় জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More