সেনা-পুলিশ ও সরকার আমাদেরকে সহযোগিতা করছে : পেলে

0

খাগড়াছড়ি : জেএসএস সংস্কারবাদী দলের নেতা তাতিন্দ্র লাল চাকমা ওরফে পেলে বলেছেন সেনাবাহিনী, পুলিশ ও সরকার তাদেরকে সহযোগিতা করছে।

গত শুক্রবার (১৫ জুন ২০১৮) শহরের খাগড়াপুর কমিউনিটি সেন্টারে জেলার হেডম্যান-কার্বারীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইউপিডিএফের বিরুদ্ধে বিষোদ্গার করে তিনি বলেন, ‘সেনা-পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ সরকার ইউপিডিএফ-এর বিপরীতে কাজ করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা বর্তমানে তৎপর। সেনাবাহিনী-পুলিশ ও সরকার  আমাদেরকে সহযোগিতা করছে।’

সংস্কারপন্থী নেতা তাতিন্দ্র লাল চাকমা আরো বলেন, ‘আমরা সরকারের সাথে চুক্তি করেছি। আর ইউপিডিএফ পূর্ণস্বায়ত্তশান চায়। যেখানে সরকার আমাদের পার্বত্য চুক্তি পর্যন্ত বাস্তবায়ন করছে না সেখানে পূর্ণস্বায়ত্তশাসন কোথায় পাবে।’

উক্ত সভায় উপস্থিত এক হেডম্যান নাম প্রকাশ না করার শর্তে সিএইচটি নিউজ ডটকমের কাছে পেলের বক্তব্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘আর্মিরা যে তাদেরকে (সংস্কারবাদীদেরকে) সহযোগিতা করছে, অর্থাৎ তারা যে সেনাবাহিনীর স্পাইগিরি ও দালালি করছে সেটা তো আমরা সবাই জানি, জনগণ সে সব জানে। কিন্তু তিনি যে এ জন্য আমাদের কাছে গর্ব করে বলতে পারেন আর্মিরা তাদেরকে সহযোগিতা করছে তাতে আমরা রীতিমত অবাক হয়েছি। আসলে তার ও তার দলের নেতাদের লজ্জা শরম বলতে আর কিছুই অবশিষ্ট নেই। তাদের কোন জাতপ্রেম আছে বলে মনে হয় না।’

তিনি প্রশ্ন করে বলেন, ‘আর্মিরা কেন তাদের (সংস্কারবাদীদের) সহযোগিতা করবে যদি তাদের (আর্মিদের) লাভ না থাকে?’

তিনি বলেন, ‘কেবল আর্মিরাই একপাক্ষিকভাবে সংস্কারবাদীদের সহযোগিতা করছে না, সংস্কারবাদীরাও আর্মিদের সহযোগিতা করছে। আসলে তারা জুম্ম জাতিকে ধ্বংস করতে একে অপরকে সহযোগিতা করছে। কিন্তু যখন গণ আন্দোলন শুরু হবে তখন তারা খড়কুটোর মতো ভেসে যাবে।’

চুক্তি বাস্তবায়ন সম্পর্কে উক্ত হেডম্যান বলেন, ‘সংস্কারবাদীরা চুক্তি বাস্তবায়নের কথা বলে। আর্মিদের ও সরকারের দালালি করে, নিজ জাতি ও জনগণের বিরুদ্ধে রাজাকার-আলবদরের মতো কাজ করলে কি চুক্তি বাস্তবায়ন হবে?’

সভায় উপস্থিত একজন কার্বারী বলেন, ‘এক সময়কার গেরিলা যোদ্ধা থেকে পেলে যেভাবে সেনাবাহিনীর নিকৃষ্ট দালালে পরিণত হলেন তা দেখে আমার বড়ই দুঃখ হয়। তার সম্বিত ফিরে পাওয়া উচিত।’

পেলের উক্ত বক্তব্য সম্পর্কে মন্তব্য করতে বলা হলে গণতান্ত্রিক যুব ফোরামের এক নেতা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানী সেনাবাহিনীও রাজাকার, আলবদর ও জামাতে ইসলামীকে সহযোগিতা করেছিল। কিন্তু তারা টিকতে পারেনি। কারণ জনগণ তাদের পক্ষে ছিল না। যারা স্বজাতি ও জনগণের বিরুদ্ধে কাজ করে তারা সব দেশে ও সব সমাজে নিন্দিত, ঘৃণিত ও প্রত্যাখ্যাত হয়ে থাকে। পার্বত্য চট্টগ্রামে সংস্কারবাদীদেরও রাজাকার, আলবদরদের মতো অবস্থা হচ্ছে। তারা আজ জনগণের কাছে ঘৃণার পাত্রে পরিণত হয়েছে।’

অতীতে যারাই স্বজাতি ও জনগণের বিরুদ্ধে কাজ করেছে সেই তথাকথিত লায়ন বাহিনী, টাইগার বাহিনী, মুখোশ বাহিনী, বোরকা বাহিনী সবাই ধ্বংস হয়ে গেছে। সংস্কারবাদীদের পরিণতিও তাই হবে। এটাই প্রকৃতির নিয়ম, সমাজ বিকাশের নিয়ম বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরো বলেন, ‘এক সময় সরকার ট্রাইবেল কনভেনশন নামে জুম্ম দালালদের একটি সংগঠন গঠন করেছিল। এই ট্রাইবেল কনভেনশনের নেতারা সারা পার্বত্য চট্টগ্রাম ঘুরে ঘুরে তৎকালীন জেএসএস-এর বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল। তখন জেএসএস জনগণ ও আন্দোলনের পক্ষে ছিল। আর সেজন্য ট্রাইবেল কনভেনশন জেএসএস-কে কিছুই করতে পারেনি। বরং তারা নিজেরাই শেষ হয়ে গিয়েছিল। বর্তমানে পেলে ও অন্যান্য সংস্কারবাদীরা এখন সেই ৮০ দশকের ট্রাইবেল কনভেনশনের নেতাদের মতো সরকার ও সেনাবাহিনীর স্বার্থে কাজ করছে।’

ডিওয়াইএফ নেতা অতীতের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘পেলেদের বোঝা উচিত আর্মিরা তাদের প্রকৃত বন্ধু নয়। আর্মিরা তাদের ব্যবহার করছে মাত্র। তারা কি ভুলে গেছেন যে, কয়েক বছর আগে আর্মিরাই মারিশ্যা ও দীঘিনালায় তাদের আস্তানায় হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করেছিল ও তাদের গোলাবারুদ হস্তগত করেছিল? সে ঘটনার পর তো পেলে মন্তব্য করে বলেছিলেন যে আর্মিরা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে বকি উক্ত হামলা চালিয়েছিল।’

আর্মিরা যে কোন সময় সংস্কারবাদীদের সাথে আরও বিশ্বাসঘাতকতা করবে ও ব্যবহার করা শেষ হলে আর্মিরা একদিন তাদেরকে মুরগির মতো জবাই করবে নতুবা ছেড়া নেকড়ার মতো ছুঁড়ে ফেলে দেবে বলে তিনি মন্তব্য করেন।

উক্ত মত বিনিময় সভায় মাত্র গুটি কয়েক হেডম্যান ও কার্বারী উপস্থিত ছিলেন। তারা ইউপিডিএফের সাথে সংঘাতে জড়িয়ে না পড়তে পেলেকে পরামর্শ দেন।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More