সেমুতাঙের গ্যাস পার্বত্য চট্টগ্রামের বাইরে পাচারের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম

rally in Khagrachari against Semutangখাগড়াছড়ি জেলার মানিকছড়ির সেমুতাঙ গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস পার্বত্য চট্টগ্রামের বাইরে পাচারের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ উদ্যোগে আজ ২৭ জুন, সোমবার বিকাল ৪টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি জেলা সদরের মহাজন পাড়া থেকে বের হয়ে চেঙ্গী স্কোয়ার ঘুরে স্বনির্ভর বাজারে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সুপ্রিম চাকমা, খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুবীর চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রীনা দেওয়ান ও ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি উপজেলা ইউনিটের প্রতিনিধি চরণ সিং তঞ্চঙ্গ্যা

সমাবেশে বক্তারা বলেন, সেমুতাঙের গ্যাস পার্বত্য চট্টগ্রামের জনগণেরই প্রাপ্য কিন্তু সরকার পার্বত্যবাসীদের বঞ্চিত করে সেমুতাঙের গ্যাস পার্বত্য চট্টগ্রামের বাইরে পাচারের ষড়যন্ত্র করছে এ ষড়যন্ত্রের বিরুদ্ধে পার্বত্যবাসীদের রুখে দাঁড়াতে হবে

বক্তারা আরো বলেন, পাবত্য চট্টগ্রামের তেল গ্যাস সহ খনিজ ও প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনের প্রক্রিয়া চলছেএজন্য দেশী বিদেশী চক্র তত্‍পর রয়েছে সরকার শুধু সেমুতাঙের গ্যাস নয়, সারা পার্বত্য চট্টগ্রামের তেল-গ্যাস সহ খনিজ ও প্রাকৃতিক সম্পদ বিদেশী কোম্পানীর হাতে তুলে দেয়ার সুগভীর ষড়যন্ত্র শুরু করেছেসকল ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামের জনগণকে সজাগ ও সতর্ক থাকতে হবে

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি স্থানীয় জনগণের চাহিদা পূরণ না করে সেমুতাঙের গ্যাস বাইরে পাচারের সিদ্ধান্তে অতল থাকে তাহলে তিন গণতান্ত্রিক সংগঠন পার্বত্যবাসীকে সাথে নিয়ে বৃহত্তর কর্মসূচী ঘোষণা দিতে বাধ্য হবে

সমাবেশ থেকে বক্তারা পার্বত্য চট্টগ্রামের তেল, গ্যাস, কয়লাসহ সকল খনিজ ও প্রাকৃতিক সম্পদের উপর পার্বত্য চট্টগ্রামের জনগণের নায্য মালিকানা নিশ্চিত করা, সেমুতাঙের গ্যাস স্থানীয়দের চাহিদা পূরণ না করে বাইরে পাচার বন্ধ করা, দেশ ও জাতির স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল করা, সেমুতাং গ্যাস উত্তোলনে ক্ষতিগ্রস্ত পরিবারদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং পার্বত্য চট্টগ্রামে গ্যাস ভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলার জোর দাবি জানান

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More