স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগণতান্ত্রিক নির্দেশনা বাতিলের দাবিতে জাতীয় মুক্তি কাউন্সিলের বিক্ষোভ

0

সিএইচটিনিউজ.কম
JMCঢাকা: পার্বত্য চট্টগ্রামে চলাচলের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে সরকারের অগণতান্ত্রিক নির্দেশনা অবিলম্বে বাতিলের দাবিতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে জাতীয় মুক্তি কাউন্সিলের এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরাম সভাপতি মাইকেল চাকমা, জাতীয় মুক্তি কাউন্সিল ঢাকা অঞ্চলের সংগঠক মহিউদ্দিন আহমদ ও মুক্তির মঞ্চের সংগঠক হেমন্ত দাশ।

বিক্ষোভ সমাবেশে ফয়জুল হাকিম বলেন, পার্বত্য চট্টগ্রামের জাতিসত্তার জনগণের সাথে কথা বলতে প্রশাসন-সেনাবাহিনী-বিজিবি’র অনুমতি নিতে হবে কেন? তাদের উপস্থিতিতেই কথা বলতে হবে কেন? প্রধানমন্ত্রীকে এ প্রশ্নের উত্তর জানতে চেয়ে ফয়জুল হাকিম বলেন, এ নির্দেশনা জনগণের বিরুদ্ধে হাসিনা সরকারের চক্রান্তের নতুন দৃষ্টান্ত।

মাইকেল চাকমা বলেন, পাহাড়ে দীর্ঘদিন অলিখিত সেনাশাসন জারী আছে। এখন ফ্যাসিবাদী নির্দেশনা জারী করে জনগণের ঘাড়ের উপর স্বৈরতন্ত্র চেপে বসছে। একে রুখে দাঁড়াতে হবে।

মহিউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী দেশের ৪৫টির বেশী ক্ষুদ্র জাতিসত্তাকে অস্বীকার করেছে। উগ্র বাঙালি জাতীয়তাবাদী শাসকশ্রেণী ক্ষুদ্র জাতিসত্তার ভূমি লুন্ঠন করে চলেছে।

হেমন্ত দাশ বলেন, সরকারের ফ্যাসিবাদী শাসন উচ্ছেদে জনগণকে রাজপথে নামতে হবে।

সমাবেশ শেষে একটি মিছিল শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
———————-

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More