সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান

0
নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম

পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের এক তরফা শুনানী বাতিল ও প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতির দাবিতে আগামী ২৩ ও ২৪ মে খাগড়াছড়ি ও রাঙামাটিতে লাগাতার ৩৬ ঘন্টা এবং বান্দরবানে ২৩ মে সকাল-সন্ধ্যা (১২ ঘন্টা) সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের জনগণ, সকল যান মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুব ফোরামসংগঠনের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমা আজ ২২ মে মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন
বিবৃতিতে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যা একটি জটিল সমস্যাপার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান খাদেমুল ইসলাম চৌধুরী এ সমস্যাকে সমাধানের নামে একতরফাভাবে শুনানী কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছেনযা পাহাড়িদের নিজ বাস্তুভিটা থেকে উচ্ছেদের চক্রান্ত ছাড়া আর কিছুই নয়কাজেই ভূমি কমিশনের এই অগণতান্ত্রিক কার্যক্রমের বিরদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে
তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়িরা যুগ যুগ ধরে প্রথাগত পদ্ধতিতে ভূমি ভোগ-দখল করে আসছেকিন্তু কমিশন এই অধিকারকে সম্পূর্ণ অস্বীকার করে বিশেষ বিধান প্রয়োগের মাধ্যমে ভূমি সমস্যার সমাধানের কথা বলেছেনএটা কখনো গ্রহণযোগ্য নয় এবং পাহাড়ি জনগণ এ ধরনের একতরফা সিদ্ধান্ত কিছুতেই মেনে নেবে না
তিনি অবিলম্বে ভূমি কমিশনের এক তরফা শুনানী কার্যক্রম বাতিলের দাবি জানান

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More