হিল উইমেন্স ফেডারেশনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক নারী দিবস পালিত

0

খাগড়াছড়ি ও রাঙামাটি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

আজ ৮ মার্চ হিল উইমেন্স ফেডারেশনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০১তম আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে

খাগড়াছড়ি : হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে সকাল ১০:৩০টায় খাগড়াছড়ি জেলা সদরের স্বর্ভিরস্থ ইউপিডিএফ কার্যালয়ের সামনে মাঠে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সহ সভাপতি চন্দনী চাকমা অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রীনা দেওয়ান, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুবীর চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য এম এম পারভেজ লেলিন৷ সভা পরিচালনা করেন হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য এ্যাচিং মারমা৷ সমাবেশ শেষে র্যালী বের করতে চাইলে পুলিশ বাধা দেয়৷ ফলে র্যালীটি স্বনির্ভর বাজার প্রদক্ষিণ করে শেষ করা হয়

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের উপর প্রতিনিয়ত নিপীড়ন-নির্যাতন চালানো হচ্ছে৷ ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সেটলার বাঙালি কর্তৃক বেশ কয়েকজন নারী ধর্ষণ, নির্যাতন ও হত্যার শিকার হয়েছেন৷ পার্বত্য চট্টগ্রাম ছাড়াও গোটা দেশে নারীর বিরুদ্ধে সহিংসতার মাত্রা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে৷

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকারকে রুদ্ধ করে রাখা হয়েছে৷ সভা-সমাবেশ ও মিছিল-মিটিঙের উপর নিষেধাজ্ঞা জারি রেখে কার্যত স্বৈরাচারী শাসন কায়েম রাখা হয়েছে৷ প্রতিনিয়ত পাহাড়িদের ভূমি বেদখল করা হচ্ছে৷ বক্তারা অবিলম্বে সভা-সমাবেশ ও মিছিল-মিটিঙের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান

পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার মাধ্যমে নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করার জন্য বক্তারা সকলের প্রতি আহ্বান জানান

বক্তারা সকল ধরনের নারী নির্যাতন বন্ধ করতে প্রয়োজনীয় পদপে গ্রহণ করা, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহারপূর্বক সেনা শাসনের অবসান, কল্পনা চাকমার অপহরণের তদন্ত রিপোর্ট প্রকাশ, সেটলারদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সম্মানজনক পুনর্বাসন, পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকার ও জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও নারী পুরুষের সমানাধিকার নিশ্চিত করার দাবি জানান

পানছড়ি : পানছড়িতে সকাল ১১টায় কলেজ গেটের বৌদ্ধমন্দিরের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এতে সভাপতিত্ব করেন কলেজ গেট এলাকার মুরুব্বী ও হিল উইমেন্স ফেডারেশনের গ্রাম কমিটির আহ্বায়ক সেবিকা চাকমা এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অর্পণ চাকমা, পানছড়ি থানা শাখার সদস্য সচিব বরুণ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক হরিকমল ত্রিপুরা, ৩নং পুজগাঙ ইউনিয়নের মেম্বার অনিল চাকমা, টিএন্ডটি এলাকার মুরুব্বী ইন্দ্রারাণী ত্রিপুরা, কালানাল গ্রামের মুরুব্বী স্নেহ কুমার ত্রিপুরাসমাবেশে স্বাগত বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের পানছড়ি থানা কমিটির সভাপতি পিকা চাকমা এবং উপস্থাপনা করেন খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মাদ্রী চাকমা

রাঙামাটি : জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যায় সকাল ১১টায় এক র‌্যালি অনুষ্ঠিত হয়৷ র‌্যলিটি বাবু পাড়া কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে বাঘাইছড়ি উপজেলা মাঠ ও মারিশ্যা বাজার ঘুরে আবার কমিউনিটি সেন্টারে এসে শেষ হয় সেখানে কমিউনিটি সেন্টারের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এতে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার আহ্বায়ক শর্মিলা চাকমা৷ অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি থানা শাখার সভাপতি অঙ্গদ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখার আহ্বায়ক অটল চাকমা, দিঘীনালা থানা শাখার সভাপতি আলো জীবন চাকমা ও সাজেক নারী সমাজের প্রতিনিধি কৃপারাণী চাকমা

কুদুকছড়ি: আন্তর্জাতিক নারী দিবস ও সংগঠনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলায় কুদুকছড়িতে সমাবেশ করেছে৷ দুপুর ১টায় কুদুকছড়ি কলাবুনিয়া এলাকায় অনুষ্ঠিত নারী সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি নিরূপা চাকমাএছাড়া আরো বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কণিকা দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি রিকো চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাবলু চাকমা, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সংগঠক নুসরত জাহান ছোটন, ঘিলাছড়ি নারী কমিটির সদস্য কোহিলী চাকমা, সাপছড়ি গ্রামের বিশিষ্ট নারী মুরুব্বী মনিমালা চাকমা৷ স্বাগত বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক যুথিকা চাকমা এবং পরিচালনা করেন রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব সাধনা চাকমা

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More