২০ মার্চ ঢাকায় তিন সংগঠনের সংহতি সমাবেশ

0

সিএইচটিনিউজ.কম
Songhoti somabeshঢাকা: খাগড়াছড়ির দীঘিনালায় শান্তিপূর্ণ পদযাত্রায় সেনা-পুলিশের বাধাপ্রদান-হামলা-গুলিবর্ষণের প্রতিবাদ, অন্যায়ভাবে আটক ১ ছাত্রীসহ ১১জনের নিঃশর্ত মুক্তি, এলাকাবাসীর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও ৫১ বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তর সরিয়ে উচ্ছেদকৃত ২১পরিবারকে স্ব স্ব জমি ফিরিয়ে দেয়ার দাবিতে ২০ মার্চ শুক্রবার, বিকাল ৩:৩০টায় ঢাকায় জাতীয় যাদুঘরে সম্মুখে সংহতি সমাবেশ-এর আয়োজন করেছে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।

সমাবেশে দীঘিনালা ভূমি রক্ষা কমিটি এবং উচ্ছেদ হওয়া ২১ পরিবার থেকেও অংশ গ্রহণ করবে।

উক্ত সমাবেশে যোগদান করে বাবুছড়ায় উচ্ছেদ হওয়া ২১ পরিবারের সাথে সংহতি প্রকাশের জন্য তিন সংগঠনের পক্ষ থেকে ঢাকাস্থ সকল পাহাড়ি ছাত্র-ছাত্রী, বুদ্ধিজীবী মহল, দেশের প্রগতিশীল রাজনৈতিক সংগঠন-ব্যক্তি, মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের আহ্বান জানানো হয়েছে।
———————

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More